বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা বচসায় জড়ালেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে। একসময় উত্তপ্ত হয়ে উঠেন তিনি। ঘটনাটি মেদিনীপুর শহরের ২১ নম্বর ওয়ার্ডের জোড়া মসজিদ সংলগ্ন মাদ্রাসা স্কুলের ভোট কেন্দ্রে। তৃণমূলের অভিযোগ, ভোটগ্রহণ কেন্দ্রের পাশে রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। সেই রাস্তা দিয়ে গাড়ি এবং মানুষজনকে যাতায়াত করতে দিচ্ছেন না জওয়ানরা। এমনকি পোলিং এজেন্টকে হেনস্তা করা হচ্ছে ঢোকা এবং বেরোনোর সময়। ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে কেন্দ্র বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলতে গিয়ে বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
পরে এক বাহিনীর জওয়ান সুজয় হাজরাকে বলেন আপনি কে? তখন পাল্টা সুজয় হাজরা ওই জওয়ানকে বলেন আপনি কে? পরে সুজয় কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককে অভিযোগ করেন ওই জওয়ান মদ্যপ অবস্থায় রয়েছে। তার মেডিকেল পরীক্ষা করা হোক। তারপরই কর্মী সমর্থকদের নিয়ে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে যান সুজয়। পরিস্থিতি সামাল দিতে মাইকিং করে ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে থাকা জটলা ফাঁকা করে দেন জওয়ানরা। সুজয় হাজরা বলেন, “রাস্তা দিয়ে বহু মানুষের যাতায়াত। সেখান দিয়ে যাতায়াতের সময় কারো গাড়ি আটকে দিচ্ছেন, কাউকে যেতে দিচ্ছেন না।
আরও পড়ুন : প্লাবিত ঘাটাল, মেদিনীপুর শহরেও বাড়িতে ঢুকলো জল
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
Midnapore Assembly Election
আমি যখন বলতে গেলাম তখন বলছে আমি কে? মুখের সামনে যখন কথা বলছে তখন গন্ধ বেরোচ্ছে ড্রিংক্সের। কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয়েছে কারণ বুঝতে পেরেছে মানুষ তৃণমূলের পাশে। মানুষ তৃণমূলকে ভোট দিবে। যাতে ভোট কম পড়ে তার জন্য মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।” যদিও মদ্যপ থাকা বা হেনস্তার অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় বাহিনী। এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বলেন, “শান্তিপূর্ণ চলছিল। ওরা এসে বিভিন্ন সমস্যা তৈরি করার চেষ্টা করেছে। আমাদের কোনো জওয়ান মদ্যপ অবস্থায় ছিল না। সব কিছু শান্তিপূর্ণভাবেই চলছে। একজন এসে বলছে এটা ঠিক নেই, আরেকজন এসে বলছে ওটা ঠিক নেই। সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন তারা জানিয়ে দেবে শান্তিপূর্ণভাবেই ভোট চলছে।”
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Assembly Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper