বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জঙ্গল থেকে পাচার হয়ে যাচ্ছে গাছ। দিনের পর রাতেও টহল শুরু করেছে বনদপ্তর। হাতেগোনা কয়েকজন বনকর্মী নিয়ে রাতদিন টহল দেওয়া কতটা সম্ভব তা ভাবাচ্ছে বনাধিকারিকদের। ফলে এবার বাড়িতে যৌথ অভিযান চালাবে বনদপ্তর ও পুলিশ। যে সমস্ত বাড়িতে জঙ্গলের গাছ মজুদ করে রাখা থাকবে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন বনাধিকারিক। পাশাপাশি কাঠ চেরাই মিলগুলিতেও অভিযান চালানো হবে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়, গুড়গুড়িপাল, পিড়াকাটা সহ বিভিন্ন জঙ্গল থেকে মোটা মোটা শাল গাছ রাতের অন্ধকারে কেটে পাচারের ঘটনা ঘটেছিল। তার পাশাপাশি স্থানীয় মানুষজনও জঙ্গলে ঢুকে কেটে ফেলছে গাছ। বুধবার সন্ধ্যায় এমনই তিন ট্রাক্টর শাল গাছ উদ্ধার করল মেদিনীপুর রেঞ্জের বনকর্মীরা। মেদিনীপুর সদর ব্লকের সিজুয়া ও তালডাঙ্গা এলাকার জঙ্গল থেকে কয়েকজন মহিলা শাল গাছ কেটেছে বলে অভিযোগ যায় বনদপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছালে গাছ ফেলে দৌড়ে পালিয়ে যান। গাছগুলি উদ্ধার করে মেদিনীপুর রেঞ্জ অফিসে নিয়ে আসেন বনকর্মীরা।
Forest Department
আরও পড়ুন : প্লাবিত ঘাটাল, মেদিনীপুর শহরেও বাড়িতে ঢুকলো জল
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
গোপগড় বিটের ভারপ্রাপ্ত আধিকারিক মলয় নন্দী বলেন, “কয়েকজন মহিলা শাল গাছ কেটেছেন। তিন ট্রাক্টর গাছ উদ্ধার করা হয়েছে। ওই মহিলাদের চিহ্নিতকরণের কাজ চলছে।” পাশাপাশি বাড়িগুলিতেও অভিযান চালানো হবে জঙ্গলের পাচার হওয়া গাছের খোঁজে। বিস্তীর্ণ জঙ্গলে হাতেগোনা কয়েকজন বনকর্মী নিয়ে পাহারা দেওয়া যে সম্ভব নয় তা মানছেন বনকর্মীরা। এক জঙ্গলে পাহারা দিলে, অন্য জঙ্গল থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠছে। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “পুলিশকে সঙ্গে নিয়ে যৌথভাবে বিভিন্ন গ্রামগুলিতে অভিযান চালানো হবে। যে ব্যক্তির বাড়িতে জঙ্গলের গাছ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper