বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের হাতি হানা পশ্চিম মেদিনীপুরে। মেদিনীপুর সদরে খাবারের খোঁজে হানা দিয়ে ভেঙে ফেলল বাড়ি। শালবনীতে হাতির পালের হানায় ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা ধান জমি। দ্রুত ক্ষতিপূরণের দাবিতে রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের। হুলা ছাড়া হাতির পালকে সরাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে বনদপ্তরকে। খিদের জ্বালায় জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ল দলছুট হাতি। গ্রামে ঢুকেই চালের গন্ধ পেয়ে একটি মাটির বাড়ির দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দিল। ভেতরে থাকা চাল ভর্তি হাঁড়ি নিয়ে পালালো জমির দিকে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
সৌভাগ্যবশত বাড়িতে সেই সময় কেউ না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। চরম আতঙ্ক এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মেদিনীপুর সদর ব্লকের শালিকাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুড়গুড়িপাল এলাকাতে দলছুট একটি হাতি ছিল রবিবার বিকেল থেকে। রাত ন’টা নাগাদ ওই হাতিটি অতর্কিত ভাবে জঙ্গল থেকে বেরিয়ে শালিকা গ্রামে প্রবেশ করে। ওই সময় সামনে থাকা তমল দোলই নামে এক ব্যক্তির বাড়ির লোকজন প্রতিবেশীদের বাড়িতে গিয়েছিলেন। হাতি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চালের গন্ধ পেয়ে দেওয়াল ভেঙে ফেলে।
Elephant Attack
আরও পড়ুন : ২৪০ টাকায় ড্রাইভিং লাইসেন্সের মেলা মেদিনীপুরে, দেখে নিন কোন থানা এলাকার বাসিন্দাদের কবে সুযোগ
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
ভেতরে থাকা জিনিসপত্র লণ্ডভণ্ড করে চালের হাড়ি খুঁজে বের করে নেয়। ওই সময় প্রতিবেশীরা শব্দ পেয়ে ছুটে আসেন। সামনে এসে হাতির উপস্থিতি বুঝতে পেরে আতঙ্কে সরে যান। হাতিটি বেশ কিছুটা চাল সেখানে খেয়ে নষ্ট করে। পরে আরও একটি চালের হাঁড়ি শুঁড়ে তুলে নিয়ে সোজা হনহন করে এগিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা চোখের সামনে সব দেখলেও ভয়ে কিছু করতে পারেননি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে সেখানে ছুটে আসেন চাঁদড়া রেঞ্জের বনকর্মীরা। চাঁদড়া রেঞ্জের আধিকারিক সৈকত বিশ্বাস বলেন, “একটি দলছুট হাতি ওই গ্রামে ঢুকে বাড়ি ভেঙেছে। সরকারি নিয়ম অনুসারে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। হাতিটিকেও অন্যত্র সরানো গিয়েছে।”
অন্যদিকে ভাদুতলা রেঞ্জ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে কুড়িটি হাতির একটি পাল। সন্ধ্যা হলেই নেমে পড়ছে ধান জমিতে। গত দু’দিন ধরে ব্যাপক ক্ষতি করেছে বলে অভিযোগ স্থানীয়দের। হাতির পালকে সরানো এবং দ্রুত ক্ষতিপূরণের দাবিতে সোমবার সকালে পথ অবরোধ শুরু করেন স্থানীয় মানুষজন। ভাদুতলা-পিড়াকাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ভাদুতলা রেঞ্জ অফিসার গিয়ে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন। রেঞ্জ অফিসার শুভাশিস চৌধুরী বলেন, “কুড়িটি হাতি রয়েছে। হাতির পালটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে।”
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper