বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নবান্ন অভিযানে যাওয়ার জন্য জড়ো হয়েছিলেন মেদিনীপুর রেল স্টেশনে। সেখান থেকেই পুলিশ আটক করে নিয়ে গেল এক বিজেপি নেতাকে। ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। মঙ্গলবার সকালে নবান্ন অভিযানে যাওয়ার জন্য মেদিনীপুর রেল স্টেশনে জমায়েত করেছিল বিজেপির নেতাকর্মীরা। সেখানেই উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি শংকর গুছাইত।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
ট্রেন ধরার আগেই স্টেশন থেকে তাকে আটক করে নিয়ে গেল কোতয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে, একটি পুরনো মামলায় তাকে আটক করেছে পুলিশ। যদিও বিজেপির দাবি, নবান্ন অভিযানে যাতে না যেতে পারে তার জন্যই পরিকল্পিতভাবে জেলার বিভিন্ন জায়গায় নেতা-কর্মীদের পুলিশ আটক এবং গ্রেফতার করছে। ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন, “আইনের শাসন নয়, শাসকের আইন চলছে রাজ্যে।
Bangla Bandh
আরও পড়ুন : ২৪০ টাকায় ড্রাইভিং লাইসেন্সের মেলা মেদিনীপুরে, দেখে নিন কোন থানা এলাকার বাসিন্দাদের কবে সুযোগ
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
গণতান্ত্রিক আন্দোলনে যাতে আমাদের নেতা কর্মীরা যেতে না পারে, তার জন্য জেলার বিভিন্ন জায়গায় আটক এবং গ্রেফতার করছে পুলিশ। কেশপুরে রাতে বাড়িতে গিয়ে বহু নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। তবুও আমাদের লোকজন নবান্ন অভিযানে যাচ্ছে।” অন্যদিকে নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে বুধবার ১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিল বিজেপি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, “শতাধিক আন্দোলনকারী আহত, বহুজনকে আটক করেছে পুলিশ। পুলিশের এই অত্যাচারের প্রতিবাদেই আগামীকালের ধর্মঘট।”
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bangla Bandh
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper