বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হাতি দেখতে যাওয়ার ক্ষেত্রে বনদপ্তর একাধিক নিষেধাজ্ঞা জারি করলেও হুঁশ ফেরেনি বহু মানুষের। হাতি দেখতে গিয়ে ফের আহত হলেন এক বৃদ্ধ। ঘটনাটি শনিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি রেঞ্জের চুনপাড়া এলাকায়। আহত বৃদ্ধের নাম জগন্নাথ বিষই (৬০)। বাড়ি শালবনীর চুনপাড়া। বনদপ্তর থেকে জানা গিয়েছে, আড়াবাড়ি রেঞ্জের চুনপাড়া এলাকায় ৪০ টি হাতির একটি দল রয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
এদিন সন্ধ্যা হতেই খাবারের খোঁজে বেরিয়ে পড়ে লোকালয়ে। সেই সময় স্থানীয় এলাকার বাসিন্দারা হাতি দেখার জন্য ভিড় জমান। হাতির পুরো দলটি চুনপাড়া রাস্তা পেরিয়ে গেলেও পেছনে একটি হাতি রয়ে গিয়েছিল। যা জানতেন না হাতি দেখতে আসা মানুষজন। পেছনে থাকা হাতিটি হঠাৎ রাস্তায় উঠলে মানুষজন দৌড় দেয়। সেই সময় ওই বৃদ্ধ পালাতে না পারলে তাকে শুঁড়ে ধরে আছাড় মারে। তার একটি পায়ের উপর হাতি পা তুলে দেয়।
Elephant Attack
আরও পড়ুন : মেদিনীপুরে থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দিল সরকারি হোমের এক নাবালক
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। আড়াবাড়ি রেঞ্জের আধিকারিক মলয় ঘোষ বলেন, “হাতি দেখতে গিয়ে ওই ব্যক্তি আহত হয়েছেন। তার একটি পা ভেঙে গিয়েছে। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুসারে চিকিৎসার জন্য সাহায্য করা হবে।”
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper