Election Result
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : লোকসভা ভোটের ফল ঘোষণার পর প্রথম বৈঠক করলো তৃণমূল নেতারা। বৈঠকে বিভিন্ন ব্লকের নেতাদের জানানো হয়েছে এলাকার বুথভিত্তিক পর্যালোচনার তালিকা দশ দিনের মধ্যে জমা দিতে। তারপরেই দায়িত্বে থাকার নেতাদের সরানোর কাজ শুরু হবে। নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুরে একটি সমাবেশ থেকে অভিষেক ব্যানার্জি জানিয়ে দিয়েছিলেন, “যে এলাকায় ফল ভালো হবে না, সেখানকার দায়িত্বে থাকা নেতাদের পদ ছেড়ে দিতে হবে।”
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সম্প্রতি কলকাতার কালীঘাটে তৃণমূলের পর্যালোচনা বৈঠকের পরেই নির্দেশ এসেছে মেদিনীপুরে। সেইমতো শনিবার সন্ধ্যে নাগাদ মেদিনীপুর শহরে জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠকের আয়োজন করেছিল তৃণমূল। উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সাংসদ জুন মালিয়া, জেলা সভাপতি সুজয় হাজরা, মন্ত্রী শ্রীকান্ত মাহাত, যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তী, সন্দীপ সিংহ সহ বিভিন্ন ব্লক সভাপতি ও জনপ্রতিনিধিরা। পশ্চিম মেদিনীপুরের দুটি লোকসভায় তৃণমূলের জয় এসেছে। সব থেকে ভালো ফল হয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে।
Election Result
আরও পড়ুন : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির
আরও পড়ুন : সময়সীমার আগেই বঙ্গে প্রবেশ বর্ষা কাল, আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল জয় পেলেও প্রকট অন্ধকারের দিক সামনে উঠে এসেছে। দেখা গিয়েছে, এই লোকসভার মেদিনীপুর শহর ও খড়গপুর শহরে পিছিয়ে রয়েছে তৃণমূল। জেলার খড়্গপুর গ্রামীণ ও নারায়ণগড় বিধানসভা ছাড়া বেশিরভাগ জায়গাতেই তৃণমূলের কঙ্কালসার চিত্র ফুটে উঠেছে। অথচ পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগ স্থানে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান, উপপ্রধান রয়েছে। সমস্ত পৌরসভা তৃণমূলের দখলে।
এই পরিস্থিতিতে দলের নেতাকর্মীরা লোকসভা নির্বাচনে নিজেদের পদের স্বার্থ নেই মনে করে হয়তো তেমন জোর দেয়নি বলেই মনে করছে দল। বৈঠক শেষে সুজয় হাজরা ঘোষণা, “অভিষেক ব্যানার্জি আগেই জানিয়ে দিয়ে গিয়েছিলেন। সম্প্রতি নির্দেশ দেওয়া হয়েছে কালীঘাট থেকে। ফলাফলের পর্যালোচনা করার পর যেখানে ফল খারাপ হয়েছে সেখানে পদে থাকা নেতাদের সরে যেতে হবে। তাই দশ দিনের মধ্যে প্রতিটি ব্লক ও অঞ্চলের নেতাকে বুথ ভিত্তিক পর্যালোচনা তালিকা জমা দিতে বলা হয়েছে জেলাতে। তারপরে পদক্ষেপ শুরু হবে।”
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Election Result
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper