ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ক্রমবর্ধমান সাফল্যের শীর্ষে আবারও শহরের বিদ্যাসাগর শিশু নিকেতন। প্রতিবছরের মতো এবছরও বিদ্যাসাগর শিশু নিকেতনের ছাত্রছাত্রীরা সাফল্যের শীর্ষে। সর্বভারতীয় স্তরে প্রথম দশের মধ্যে বিদ্যাসাগর শিশু নিকেতনের ১২ জন ছাত্রছাত্রী জায়গা করে নিয়েছে। এ বছর আই সি এস ই এবং আই এস সি পরীক্ষায় যথাক্রমে ১৮৩ এবং ১৩৩ জন ছাত্রছাত্রী সফল হয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
আই সি এস ই -তে ৯৮.৬০ শতাংশ নম্বর নিয়ে যুগ্মভাবে সর্বভারতীয় স্তরে সপ্তম হয়েছে আলিপ্সা রায় এবং স্নেহীল মন্ডল। আই এস সি ২০২৪ এ ৯৭.৭৫ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছে সৌমিলি দাস। ৯৫ শতাংশ নম্বর নিয়ে কলা বিভাগে প্রথম হয়েছে শ্রেয়াঙ্কা দত্ত এবং বাণিজ্য বিভাগে ৮৬.৭৫ শতাংশ পেয়ে প্রথম হয়েছে রাজ পান্ডে। বিদ্যালয়ের সাফল্যে অত্যন্ত খুশি বিদ্যালয়ের অধ্যক্ষা শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা।
ICSE Result 2024
আরও পড়ুন : মাধ্যমিকে এবারেও সেরা দশে পূর্বের ৭ পড়ুয়া, পড়ুন বিস্তারিত
আরও পড়ুন : “আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি”! ঝাড়গ্রামে মাধ্যমিকে প্রথম অন্বেষার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং
বিদ্যালয়ের অধ্যক্ষা চান্দা মজুমদার জানান আই সি এস ই-তে ৯৮ শতাংশের উপর নম্বর পেয়েছে ১২ জন ছাত্রছাত্রী। ৯৫ থেকে ৯৭.৯৯ শতাংশ মধ্যে আছে ৩১ জন। ৯০ থেকে ৯৪.৯৯ শতাংশ এর উপরে আছে ৭ জন ছাত্রছাত্রী। আই এস সি-তে ৯৫ শতাংশ এর উপরে আছে ৩৫ জন ছাত্রছাত্রী এবং ৯০ শতাংশের উপরে আছে ১২ জন ছাত্রছাত্রী। সফল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন অধ্যক্ষা।প্রসঙ্গত, আগামী বছর আই সি এস সি এবং আই এস সি-তে যথাক্রমে ১৮৯ জন এবং ১৫০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অবতীর্ণ হবে।
আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা
আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
ICSE Result 2024
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper