Midnapore Hospital
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতির মৃত্যু ঘিরে ধুন্ধুমার কান্ড বেঁধে গেল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা ভবনে। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হলো বিশাল পুলিশ বাহিনীকে। ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি রবিবার রাত দশটা নাগাদ। জানা গিয়েছে, শুক্রবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি হয় সন্তান সম্ভবা রিনা খাতুন। বাড়ি মেদিনীপুর সদর ব্লকের বেণেডিহি গ্রামে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সন্তান প্রসবের পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি ঘটে। জানা গিয়েছে, রিনা নাবালিকা। সন্তান প্রসবের পর রক্তক্ষরণ জনিত কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে স্তানান্তরিত করা হয় হাসপাতালের সিসিইউতে। রবিবার সন্ধ্যা নাগাদ তার মৃত্যু হয়। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতার পরিবারের লোকজনেরা। পরে বাঁশ, লাঠি, ইট নিয়ে হাসপাতালের মাতৃমা বিভাগে চালানো হয় ভাঙচুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় কোতোয়ালি থানার পুলিশ।
Midnapore Hospital
আরও পড়ুন : মাধ্যমিকে এবারেও সেরা দশে পূর্বের ৭ পড়ুয়া, পড়ুন বিস্তারিত
আরও পড়ুন : “আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি”! ঝাড়গ্রামে মাধ্যমিকে প্রথম অন্বেষার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং
ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল মাতৃমা বিভাগে। ভাঙচুরের ঘটনায় রাতেই সাত জনকে আটক করে পুলিশ। পরে গ্রেফতার করে বলে জানা গিয়েছে। তবে রোগীর পরিবারের লোকজনের দাবি, চিকিৎসায় গাফিলতি রয়েছে। তাদের অভিযোগ সিনিয়র চিকিৎসকরা থাকেন না হাসপাতালে। জুনিয়র চিকিৎসকরাই রোগীর চিকিৎসা করেন। যে কারণেই মৃত্যু ঘটেছে। উল্লেখ্য, এর আগেও হাসপাতালে সিনিয়র চিকিৎসকরা থাকেন না বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা।
আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা
আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Hospital
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper