ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : একই সময়ে বিজেপি ও বামফ্রন্ট মনোনয়ন জমা দিতে হাজির হয়েছিল জেলা শাসক দপ্তরে। মুখোমুখি হয়ে একে অপরের বিরুদ্ধে রাম-বাম স্লোগান ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। তাদের মধ্যে ধস্তাধস্তি পর্যন্ত শুরু হয়ে যায় মেদিনীপুর শহরের কালেক্টরের চত্বরে। উত্তেজনা সামাল দিতে ছুটে যায় পুলিশ। বিজেপির দাবি, “একসময় তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়ে সিপিএমের লোকেরা বিজেপির কাছে আশ্রয় নিত। আজকে ওরাই আমাদের আক্রমণ করল। এটা পরে বুঝবে।” তবে বামেদের দাবি, “পুলিশের অনুপস্থিতির কারণে পরোক্ষে এই কাণ্ড ঘটেছে।”
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
শুক্রবার বেলা ১১ টা নাগাদ মেদিনীপুর শহরে জেলা শাসক দপ্তরের সামনে মনোনয়ন জমা দেওয়ার জন্য হাজির হয়ে গিয়েছিলেন মেদিনীপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই বাম প্রার্থী। একই সাথে একই সময় হাজির হয়ে গিয়েছিলেন বিজেপির মেদিনীপুর ও ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী। দুই পক্ষই ব্যাপক লোকসমাগম করে রোড শো সহযোগে কালেক্টরেট মোড়ে এসে হাজির হয়। দুই পক্ষই মুখোমুখি হয়ে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান শুরু করে দেয়। তাদের কর্মী সমর্থকরা স্লোগান উত্তেজনা থেকে ধস্তাধস্তি শুরু করে দেয়। পরে দুই দলের নেতৃত্ব ও পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
আরও পড়ুন : মাধ্যমিকে এবারেও সেরা দশে পূর্বের ৭ পড়ুয়া, পড়ুন বিস্তারিত
আরও পড়ুন : “আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি”! ঝাড়গ্রামে মাধ্যমিকে প্রথম অন্বেষার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং
তবে এতে অবশ্য মনোনয়ন পর্বে কোন প্রভাব পড়েনি। কারণ গুটিকয়েক লোক যাদের মনোনয়নের জন্য প্রবেশ করতে দিয়েছিল জেলা শাসক দপ্তরে, তারা মনোনয়নের কক্ষে পৌঁছে গিয়েছিলেন। বেশ কিছুক্ষণ পর উত্তেজনা স্বাভাবিক হয়। বিজেপি নেতা রমাপ্রসাদ গিরি বলেন, “একটা সময় ছিল যখন সিপিএমের নেতা-কর্মীরা তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়েছে বলে আশ্রয় নিত বিজেপির কাছে। আজকে ওরাই তৃণমূলের হয়ে আমাদের ওপর আক্রমণ করছে দেখলাম। এটা পরিস্থিতিতে জবাব দেওয়া হবে।” বাম যুবনেতা কুন্দন গোপ বলেন, “এই গন্ডগোলের পেছনে পুলিশের অনুপস্থিতি একটা কারণ ছিল।
আমরা নিজেরাই স্বাভাবিক করে নিয়েছি।” এদিন মনোনয়ন পর্বে বিজেপির দুই প্রার্থীকে নিয়ে রোড শো করার জন্য উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মেদিনীপুর শহরের টিভি টাওয়ার মাঠ থেকে রোড শো করে তিনি হাজির হয়েছিলেন কালেক্টরেট চত্বরে। পরে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ও ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন চ্যাটার্জি জেলাশাসক দপ্তরে প্রবেশ করেন মনোনয়ন জমা দেওয়ার জন্য। একইভাবে বামেদের পক্ষ থেকে দুই প্রার্থী বিপ্লব ভট্ট ও তপন গাঙ্গুলী মনোনয়ন জমা দিয়েছেন।
আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা
আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Lok Sabha Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper