ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : IIT থেকে পাস করে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ঝাড়গ্রামের অন্বেষার। এবার মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik 2024) ৬৮৫ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম হয়েছে অন্বেষা। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে বাড়ি অন্বেষার, গ্রামের বাড়ি গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকে। রানি বিনোদ মঞ্জরি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী অন্বেষা ঘোষ। ঝাড়গ্রামের এই ছাত্রী রাজ্যের মধ্যে মেধা তালিকায় নবম স্থান করায় খুশি ঝাড়গ্রাম বাসি। অন্বেষা জানায় অবসর সময়ে আবৃত্তি, গল্পের বই পড়ে সময় কাটাতেন তিনি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
তাঁর বাবা অমলেন্দু ঘোষ ঝাড়গ্রাম শহরের অশোক বিদ্যাপীঠ স্কুলের অঙ্কের শিক্ষক। মা রুবি সাউ ঘোষ গৃহবধু। প্রায় তিন মাসের মাথায় বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর সেই জীবনের বড় পরীক্ষায় রাজ্যের মধ্যে স্থান করতে পেরে গর্বিত মা বাবাসহ পরিবারের লোকজন।বাবা বলেন, ‘মেয়ে বরাবরি পড়া শোনায় ভাল। ভাল ফল করবে আশা করেছিলাম। কিন্তু রাজ্যের মেধা তালিকায় নবম স্থান করায় আমরা খুবইখুশি। ওঁর ইচ্ছা আইআইটি থেকে পাস করে একজন সফল ইঞ্জিনিয়ার হওয়া।’ এদিকে অন্বেষা জানিয়েছে, ‘এই ফলাফল হওয়ায় খুবই আনন্দ হচ্ছে। রাজ্যের মধ্যে নবম হব ভাবতে পারিনি।
Madhyamik Result 2024
আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা
আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮
সে জানায় অঙ্ক বাবার কাছে করত। বাকি সব বিষয়ের জন্য শিক্ষক ছিলেন। অন্বেষার ঠাকুরদা গত নয়দিন আগে মারা গেছেন। তারজন্য অশৌচ চলছে। দেশের বাড়ি ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার মহুলি গ্রামে রয়েছে অন্বেষাদের পরিবার। এদিন তাঁর স্কুলে আসে ছাত্রী। অন্বেষার এই দুর্দান্ত রেজাল্টের খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী কালীপদ সরেন সহ তৃণমূল কর্মীরা পৌঁছে যান স্কুলে। এদিন তারা পুষ্পস্তবক, মিষ্টি সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন অন্বেষার হাতে। তার ভবিষ্যতে আরো সাফল্য কামনা করেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী কালীপদ সরেন।
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Madhyamik Result 2024
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper