Midnapore
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের বনদপ্তরের জায়গায় অবৈধ নির্মাণ ভাঙলেন বনকর্মীরা। ঘটনাটি বৃহস্পতিবার মেদিনীপুর শহরের সূর্যনগর এলাকায়। নির্মাণ ভাঙতে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন বনকর্মীরা। জানা গিয়েছে, ওই এলাকায় বনদপ্তরের জায়গা রয়েছে। সেই জায়গার উপর একের পর এক অবৈধ নির্মাণ গড়ে উঠেছে। তারপরেও নতুন করে আবার বাড়ি নির্মাণের চেষ্টা। খবর পেয়ে অভিযান চালায় মেদিনীপুর রেঞ্জের বনকর্মীরা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
ওই অবৈধ নির্মাণ ভাঙতে গিয়েই এবার এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হলো তাদের। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই এলাকায় বনকর্মীও জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেছেন। ভাঙতে হলে তারও বাড়ি ভাঙা হোক। শুধু তাই নয়, নতুন বাড়ি তৈরির জন্য ওই বনকর্মী টাকা পর্যন্ত নিয়েছেন বলেও অভিযোগ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অস্বস্তিতে পড়েছে বনদপ্তর। উল্লেখ্য, কয়েক মাস আগে অবৈধ নির্মাণ ভেঙে ফেলেছে মেদিনীপুর শহরের বৈশাখী পল্লী এলাকায়। তারপর জেলার একাধিক জায়গায় বনদপ্তর এমন অবৈধ নির্মাণ ভেঙেছে।
আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা
আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮
এবার নতুন করে অবৈধ নির্মাণ হচ্ছিল সূর্যনগর এলাকায়। এক বনকর্মী জানাচ্ছেন, “বিক্ষোভের সময় স্থানীয়রা জানিয়েছেন ওখানে বনকর্মীও বাড়ি নির্মাণ করেছেন। এমনকি নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে টাকা নেওয়ারও অভিযোগ তুলছেন তার বিরুদ্ধে।” মেদিনীপুর রেঞ্জের আধিকারিক শান্তনু কুলভি বলেন, “ওই এলাকায় নতুন করে আরও দুটি বাড়ি নির্মাণের কাজ চলছিল। খবর পেয়ে তা ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন।” তবে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই বনকর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু হবে।
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper