ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেলায় লাঠি হাতে ঘুরতে হচ্ছে প্রায় সকলকেই। নারী-পুরুষ নির্বিশেষে সকলের হাতেই লাঠি। কারও হাতে মোটা বাঁশ তো কারও হাতে ফাইবারের। চৈত্র গাজন উৎসব উপলক্ষে মেলার আয়োজন হয়েছে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপালে। গত সাতদিন ধরে সেই মেলা চলেছে। মেলার মাঝে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শুরু হয়ে গেল পাগল কুকুরের আতঙ্ক। পাশাপাশি দু-তিনটি গ্রাম মিলিয়ে আট জন মানুষকে কামড় দিয়েছে একটি পাগল কুকুরে। সেই কুকুরের আতঙ্কে মেলায় আসছেন না বেশিরভাগ মানুষ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
বহু প্রতীক্ষিত এই মেলায় যারা আসছেন তাদের প্রত্যেকের হাতেই রাখতে হচ্ছে লাঠি। জানা গিয়েছে, লোহাটিকরী, শালিকা, গুড়গুড়িপাল গ্রামের শিশু থেকে বয়স্ক বহু মানুষ কুকুরের কামড়ে চিকিৎসাধীন। কেউ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে, কেউ আবার স্থানীয় দেপাড়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়েছেন। তবে কুকুরের আতঙ্কে জমে ওঠেনি মেলার অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দা বিরেন কর বলেন, “বহু প্রতীক্ষিত এই গাজন মেলায় জঙ্গলমহল এলাকার বহু মানুষ প্রতিদিনই আসার কথা। শুক্রবার সন্ধ্যা থেকেই কুকুরের কামড় একটা আতঙ্ক তৈরি করেছে এলাকার লোকজনের মধ্যে।
Medinipur Sadar
৮ জন মানুষকে ইতিমধ্যেই কুকুর কামড়েছে। যে কারণে আতঙ্কে বহু মানুষ এই মেলামুখি হচ্ছেন না। ফলে মেলাতে হতাশা তৈরি হয়েছে। কুকুরের ভয়ে যে গুটি কয়েক লোক আসছেন তাদের প্রত্যেককেই লাঠি নিয়ে আসতে হচ্ছে।” গুড়গুড়িপাল এলাকার ওই জমাটি গাজন মেলা প্রায় পন্ড হয়ে গিয়েছে এক পাগল কুকুরের ভয়ে। লোহাটিকরি, শালিকা, গুড়গুড়িপাল এলাকার বহু মানুষকে গত দু’দিনে কামড়ে দিয়েছে ওই পাগল কুকুর। স্থানীয় লোকজন বনদপ্তরকে বিষয়টি জানিয়েছেন। বনদপ্তর নাগাল পাচ্ছে না ওই পাগল কুকুরের।
আরও পড়ুন : জেলা জুড়ে ভোট কর্মীদের প্রথম ধাপের প্রশিক্ষণ শুরু
আরও পড়ুন : গরমের দাবদাহ উপেক্ষা করে দেব-কে দেখার ভিড়
যার ফলে চরম আতঙ্কে গাজন উৎসব ওই এলাকায়। মেলাতে আসতে হলেই হাতে নিয়ে আসতে হচ্ছে লাঠি। আতঙ্কে আশেপাশে দেখে হাঁটতে হচ্ছে। আতঙ্কের কথা জানালেন স্থানীয় যুবক অভিজিৎ সামন্ত। তিনি বলেন, “মেলাতে যাদের দেখা যাচ্ছে তাদের প্রত্যেকের হাতেই লাঠি। সবার মধ্যেই কুকুরের আতঙ্ক রয়েছে। যে কারণে মেলায় অর্ধেকের বেশি লোক আসেনি।” মেলা দেখতে আসা লোহাটিকরি গ্রামের বাসিন্দা বাবু দে বলেন, “আমাদের গ্রামে এক শিশুসহ দুজনকে ওই পাগল কুকুরে কামড়েছে। যার ভয়ে মেলা দেখতে কেউ আসছে না। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক ওই কুকুরটিকে ধরার।”
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Medinipur Sadar
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper