Suvendu Adhikari in the house of the dead youth in Salboni
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার কর্ণগড়ে মঙ্গলবার মৃত মিঠুন খামরই-এর বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিবারের হাতে ২ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। উল্লেখ্য, সোমবার শালবনীর কর্ণগড় এলাকাতে একটি মেলা দেখতে বেরিয়ে রাতে ফেরেনি স্থানীয় বাসিন্দা মিঠুন খামরই ৷
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
পরদিন সকালে গ্রামের পাশে একটি কালভার্টের নিচে তার দেহ উদ্ধার করেছিল পুলিশ। বিজেপি দাবি করেছিল, মিঠুন তাদের কর্মী। শাসকদলের লোকেরা খুন করে ফেলে দিয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি ছিল, মেলা থেকে মদ্যপান করে ফেরার পথে উঁচু থেকে কালভার্টের তলায় পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ সেই ঘটনায় মৃতের পরিবারের পাশে বুধবার বিকালে সমবেদনা জানাতে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন ইস্যুতে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “শাহজাহানদের সীমান্তে বাধা দিচ্ছে বিএসএফ।
Salboni
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
অমিত শাহজী স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে বিএসএফ সীমান্তে এত আদর করছে যে ভাইপো গরু পাচার করতে পারছে না। তাই সীমান্তটা চাইছে, যাতে গরু পাচার করতে পারে, মাদকদ্রব্য পাচার করতে পারে, রোহিঙ্গাদের ঢোকাতে হবে। রাজ্যের এফসিআইয়ের ভালো চাল শাহজাহান বিক্রি করে বাংলাদেশের সাতক্ষীরায়। তার পরিবর্তে খারাপ খাদ্যশস্য প্যাকেট করে এখানে পাঠিয়ে দিচ্ছে যেগুলো গবাদি পশুও খায় না।” পাশাপাশি রাহুল গান্ধীর কনভয়ের গাড়ির কাঁচ ভাঙা প্রসঙ্গে বলেন, “এই রাজ্যে কেউ নিরাপদ নয়। পিসির পা যে চাটবে, আর ভাইপোকে টাকা যে দেবে সে ছাড়া কেউ নিরাপদ নয় এখানে।”
রাজ্যে এনআরসি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “এনআরসির প্রশ্ন আসছে কোথা থেকে? এটা ভোটের আগে নাটক। সিএএ নিয়ে কথা হচ্ছে। এটাতে কারও নাগরিকত্ব ছাড়িয়ে নেওয়ার কথা বলা হয়নি। এটাতে বিশেষ করে যে সমস্ত বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ। এটাতে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। কেন্দ্রীয় সরকারের পোর্টালে সরাসরি তথ্য আপলোড হবে। লোকসভা নির্বাচনের আগে এনআরসির নাম মিথ্যেভাবে নিয়ে মুসলিমদের মধ্যে একটা ভ্রম তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই চেষ্টা ব্যর্থ হবে এবার।”
আরও পড়ুন : হাতির পালকে সরিয়ে ফসল বাঁচাতে রেঞ্জারের পায়ে ধরলেন মহিলা
আরও পড়ুন : হাতির হানায় ব্যাপক ক্ষতি, বিক্ষোভ, পথ অবরোধ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Salboni
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper