ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিদ্যাসাগরের মাটিকে প্রনাম, যে আদর্শ আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়েছেন, আমাদের বাল্য বিবাহ আটকাতে হবে, কিন্তু এখনো একশো শতাংশ আটকানো যায়নি, এই জেলায় এখনও ২০ শতাংশ মহিলার বিয়ে ১৮ বছরের নিচে হচ্ছে, এখন আমার উপর দায়িত্ব আছে আমাদের বাল্য বিবাহ আটকাতে হবে, এই মাটি থেকেই এই মুভমেন্ট শুরু করতে হবে, আমি আশা করবো এখানে উপস্থিত সকল মা যেন বিদ্যাসাগরের আদর্শ প্রত্যেকের কাছে পৌঁছে দেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
দ্বিতীয়ত বীরসিংহে মুখ্যমন্ত্রী বীরসিংহ উন্নয়ন পর্যদ গঠন করেছেন। তার মাধ্যমে প্রচুর কাজ হচ্ছে, গত তিন চার বছরে প্রায় ৩২ কোটি টাকার প্রশাসনিক অ্যাপ্রুভ্যাল এবং অর্থবরাদ্দ যে পাওয়া গিয়েছে তার কাজ চলছে, আরও যে কাজ গুলি রয়েছে তার দ্রুত কাজ হবে, আমি আশা করছি এখানে যা যা প্রয়োজন রয়েছে সেই কাজগুলি বীরসিংহ উন্নয়ন পর্যদের মধ্যে আমি করে দেব। আর যে যে বিশেষ কাজগুলি চলছিল সেগুলি মধ্যের বর্নপরিচয় গেট, হেরিটেজ বিল্ডিং এর কাজ প্রায় শেষ, আগামী একমাসের মধ্যে সেগুলি করে দেব।
এই এলাকায় আরও উন্নয়নের কাজ গুলি দ্রুত করা হবে। আমাদের নাবালিকা বিয়ে আটকাতেই হবে। সামাজিক সমস্যাগুলি আমাদের দূর করতেই হবে। বিদ্যাসাগরের আদর্শ সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে।” বিদ্যাসাগরের ২০৪ তম জন্মদিবসে বীরসিংহের মঞ্চে দাঁড়িয়ে এমনি স্পষ্ট বার্তা দিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশেদ আলি কাদরি। গতকাল ১২ ই আশ্বিন ইং ৩০ সেপ্টেম্বর বাংলা তারিখ ধরে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহে মহাসমারোহে বিদ্যাসাগরের ২০৪ তম জন্মদিবস পালন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে। দিনভর চলে নানান অনুষ্ঠান।
সকালে প্রভাত ফেরি থেকে শুরু করে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, দরিদ্রদের বস্ত্র বিতরণ চলতে থাকে ধাপে ধাপে। দুপুরে শুরু হয় মূল অনুষ্ঠান। মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশেদ আলি কাদরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলার একাধিক পদস্থ অফিসার। উপস্থিত ছিলেন জেলা তথ্য সংষ্কৃতি আধিকারিক বরুন মন্ডল, ঘাটাল মহকুমা তথ্য সংষ্কৃতি আধিকারিক তন্নিশ্রী মাজি, মহকুমাশাসক সুমন বিশ্বাস, বিডিও সঞ্জীব দাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর, বীরসিংহ ভগবতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শক্তিপদ বেরা, বিশিষ্ট শিক্ষক সুজিত ব্যনার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।
বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত ভাষন দেন মহকুমাশাসক সুমন বিশ্বাস। আদিবাসী নাচ ও ছৌনাচ ও রায়বেশে নাচের কলাকুশলীরা আগত অতিথিদের শুভাগমনে শুভকামনা জানান। সমস্ত বীরসিংহবাসীর জন্য দ্বিপ্রাহরিক খিচুড়ি প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল গতকাল। রক্তদান শিবিরে ১৪০ জন রক্তদাতা রক্তদান করেন। মঞ্চে নৃত্যপটের কলাকুশলীরা বিদ্যাসাগর মহাশয়ের জীবনী তুলে ধরেন। বিদ্যালয়ের ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন।
আরও পড়ুন : ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে গ্রাহককে ফোন, অ্যাকাউন্ট থেকে দু’দফায় কুড়ি হাজার টাকা গায়েব
আরও পড়ুন : IIT Delhi ও Kharagpur এর উদ্যোগে Robotics এর প্রশিক্ষণ শিবির মেদিনীপুর কলেজে
অনুষ্ঠান মঞ্চ থেকে মহকুমার মেধাবী ছাত্রছাত্রীদের, মহকুমার সেরা স্বনির্ভর দল, সেরা মহিলা সংঘ, সেরা কন্যাশ্রী, সাহসী কন্যাশ্রী (যারা নিজের বিয়ে নিজে ভেঙেছে), মহকুমার সেরা ক্রীড়াবিদ অপূর্ব সামন্ত, সেরা সমাজকর্মী বহুরূপী তৃণাঙ্কুর পাল, চোলাই মদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মহিলা দুর্গা দেবীর মত বেশ কিছু মানুষকে পুরস্কার প্রদান করা হয়। দুঃস্থ মানুষের হাতে কাপড় তুলে দেওয়া হয়, আদিবাসী মানুষের হাতে জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হয় এদিন। সন্ধ্যায় বাউল গান এবং শেষে শিশু শিল্পী অঙ্কনা দে’র পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বৃষ্টিকে উপেক্ষা করে এদিন সাধারণ মানুষ ও বিদ্যাসাগর অনুরাগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
আরও পড়ুন : মেদিনীপুর কলেজ রোডে ফাস্টফুডের দোকানে বিদ্যুৎ স্পৃষ্ট দোকানের ৩ কর্মী, মৃত এক
আরও পড়ুন : বন্ধ বিদ্যালয়ে বাচ্চার কান্নার আওয়াজ! তোলপাড় মেদিনীপুর শহরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kharagpur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper