Birsingha Village has changed a lot in a few years! The foundation stone of 20 projects worth Rs 11.5 crore was laid in August.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বীরসিংহের সিংহশিশু বিদ্যাসাগরের এলাকা ও বিদ্যাসাগর অনুগামীদের কথা ভেবে ২০১৯ সালে বিদ্যাসাগরের জন্মদ্বিশতবর্ষে বীরসিংহের মাটিতে দাঁড়িয়ে ‘বীরসিংহ উন্নয়ন পর্ষদ’ গড়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরসিংহ উন্নয়ন পর্ষদ তার অফিসিয়াল স্বীকৃতি পায় ২০২০ সালে। স্বীকৃতি মিলতেই স্ব-শাসিত সংস্থা হিসেবে পথ চলা শুরু হয় পর্ষদের। চেয়ারম্যান হিসেবে উন্নয়ন পর্ষদের শীর্ষে বসানো হয় জেলাশাসককে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
উন্নয়ন পর্ষদের এলাকা হিসেবে যুক্ত করা হয় ঘাটাল ব্লক, ঘাটাল পুরসভা, খড়ার পুরসভা সহ চন্দ্রকোনার কিছু অংশকে। ২০২১ সাল থেকে উন্নয়ন পর্ষদের তহবিলে প্রথম ধাপের টাকা বরাদ্দ হয়। এরপর ধাপে ধাপে বেশ কয়েক কোটি টাকা বরাদ্দ হয় পর্ষদের নামে। সেই টাকায় বীরসিংহ সহ ঘাটালের বেশ কিছু রাস্তা ও অন্যান্য কাজ করা হয়। সম্প্রতি উন্নয়ন পর্ষদের তহবিলে বরাদ্দ হয় মোটা অঙ্কের টাকা। সেই তহবিল থেকেই ১১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ২০ টি নতুন প্রকল্পের কাজ শুরুর প্রস্তুতি চলছে।
জানা গেছে, এই টাকা থেকে বীরসিংহ সহ ঘাটাল ও চন্দ্রকোনা এলাকার মোট ২০ টি নতুন কাজের পরিকল্পনা করা হয়েছে। তার মধ্যে রয়েছে ঘাটাল ব্লক এলাকার ১৪ টি ঢালাই রাস্তা, চন্দ্রকোনা-১ ব্লক এলাকার ১ টি ঢালাই রাস্তা, বীরসিংহ এলাকায় চারটি কালভার্ট ও দুটি গার্ডওয়াল। নতুন প্রকল্পের কাজ শুরু প্রসঙ্গে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, ওই স্কিম গুলির ই-টেন্ডার হয়ে গিয়েছে। আগস্ট মাসেই কাজ শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বীরসিংহকে পর্যটন কেন্দ্রের রূপ দিতে নতুন স্কিম গুলি ছাড়াও বীরসিংহ উন্নয়ন পর্ষদের অধীনে বেশ কিছু কাজ বর্তমানে চালু রয়েছে।
Birsingha Village
তার মধ্যে রয়েছে বীরসিংহ গ্রামে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক চিল্ড্রেন পার্ক, দুটি বর্ণপরিচয় গেট, সহ আরও কয়েকটি কাজ। ইতিমধ্যেই প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে বিদ্যাসাগরের তৈরি রত্নখোচিত ছাত্রাবাসটির সংস্কারের কাজ প্রায় শেষ। মোটা টাকা ব্যয়ে বীরসিংহ জুড়ে বসানো হয়েছে পথবাতি। পর্ষদ কর্তাদের প্রচেষ্টায় বীরসিংহকে কলকাতার সাথে সরাসরি যুক্ত করতে চালু হয়েছে সরকারি স্টেট বাস। পর্যটকদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থাও রয়েছে এখানে। ৩০ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরটি নতুন রূপ পেয়েছে আগেই।
আরও পড়ুন : ব্রিটিশ আমলের বাণিজ্য নগরী খড়ার শহরের রমরমা কাঁসা -পিতল শিল্প এখন বিলুপ্ত
আরও পড়ুন : কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দুই যুবকের ফাঁসি ও এক মহিলার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের
সব মিলিয়ে গত কয়েক বছরে অনেকটাই বদলেছে বীরসিংহ। গ্রামবাসীদের কথায় এতদিনে আলোয় ফিরছে বীরসিংহ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা সমাজসেবী প্রশান্ত রায় বলেন, গোটা বীরসিংহ জুড়ে পরিবর্তনের ছাপ এখন স্পষ্ট। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আগামী দিনে বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের জন্মভূমি আরও বর্ণময় হয়ে উঠবে। প্রসঙ্গত, স্থানীয়দের কথায় ২০১৯ সালের আগে বীরসিংহ জুড়ে অনুন্নয়নের ছাপ স্পষ্ট ছিল।
পর্যটকদের কেউ কেউ ব্যঙ্গ করে বলতেন ‘প্রদীপের নিচেই অন্ধকার’। সেই সময় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের। তারপরেই বীরসিংহের দিকে বাড়তি নজর পড়ে জেলা ও রাজ্য নেতৃত্বের। স্থানীয়দের ক্ষোভের কথা গিয়ে পৌঁছায় মুখ্যমন্ত্রীর কানে। তারপরেই বিদ্যাসাগরের জন্মদ্বিশতবর্ষে বীরসিংহে আসেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করেন বীরসিংহ উন্নয়ন পর্ষদ। গত কয়েক বছরে সেই পর্ষদের তহবিলে অনেকটাই উপকৃত বীরসিংহ তথা ঘাটালবাসী।
আরও পড়ুন : আকাশ থেকে পড়া যন্ত্র দেখতে উৎসাহীদের ভিড় চন্দ্রকোনার ক্ষেত্রপালে
আরও পড়ুন : হুলা টিমের সদস্যরা লিখিত জানালে তাদের দাবি বিবেচনা করা হবে, জানালেন বন প্রতিমন্ত্রী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper