ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রোজকার নিয়ম মত আজ সকালে হঠাৎ করেই পানীয় জল সরবরাহ নেই গোটা এলাকায়। শতাধিক পরিবার পানীয় জলের অপেক্ষায় থাকতে থাকতে তাঁরা জানতে পারেন ওই এলাকায় জল সরবরাহের সময় পরিবর্তন করেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। সকালের পরিবর্তে জল যাবে দুপুরে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকায় মহিলা-পুরুষ পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শুরু হয় হৈ চৈ। পূর্ব নির্ধারিত সময়েই পানীয় জল পাওয়ার দাবিতে ইলেকট্রিক ট্রান্সফরমার বন্ধ করে দেয় তারা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
চলে পথ অবরোধ। পরে স্থানীয় প্রশাসনের টনক নড়তেই চালু করে দেওয়া হয় ওই এলাকার জল সরবরাহ। মঙ্গলবার সাতসকালেই এমনই ঘটনা দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ পাড়ায় পাড়ায় গুচ্ছ প্রকল্পের কলে ভোর পাঁচটা থেকে সকাল ন’টা পর্যন্ত পানীয় জল ছাড়া হত। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই তা বন্ধ। গ্রামবাসীরা জানতে পারেন গ্রাম পঞ্চায়েতের ওই এলাকার জল সরবরাহের সময়সূচি পরিবর্তন করেছে। সকালের পরিবর্তে প্রতাপপুর গ্রামে জল দেওয়া হবে দুপুর দু’টার পর।
ফলে ক্ষিপ্ত হয়ে ঘাটাল হরিশপুর রাস্তার প্রতাপপুর-রথতলা এলাকায় পথ অবরোধ করে পানীয় জলের দাবিতে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় তৃণমূল নেতা সুবিনয় জানা। তাঁকেও ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানান,প্রতাপপুর গ্রামে একটি টিউবওয়েল ছিল। সেটি অঞ্চল থেকে লোক এসে তুলে নিয়ে চলে গেছে এবং বাকি যে কয়েকটি টিউবওয়েল রয়েছে সেগুলি খারাপ অবস্থায় পড়ে রয়েছে। প্রতাপপুরে বিগত সাত বছর ধরে তৈরি হচ্ছে পানীয় জলের ট্যাঙ্ক।
আরও পড়ুন : আজ জগন্নাথ দেবের পুণ্য স্নানযাত্রা! আর রথ মানেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু
কিন্তু সেই কাজ কবে সম্পন্ন হবে তা কেউ জানেন না। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে জল সমস্যার কথা স্বীকার করে নেন শাসকদলের নেতা সুবিনয় জানা। তিনি বলেন ২০১৬ সাল থেকে তৈরি হচ্ছে প্রতাপপুরের পি.এইচ.ই জল ট্যাঙ্কের কাজ। সাত বছর হয়ে গেলেও এখনও কাজ অসম্পূর্ণ । এটা এজেন্সির দুর্বলতা এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়ে কোনও সুরাহা হয়নি। যে গুচ্ছ প্রকল্পটির মাধ্যমে জল সরবরাহ চালু রয়েছে তার সময়সূচি পাঁচটি গ্রামে ভাগ করে দেওয়াতেই এই সমস্যা। বিক্ষোভের মুখে পড়ে পূর্ব সময়সূচি অনুযায়ী জল সরবরাহ চালু করে দেয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।
আরও পড়ুন : বন সহায়কের ১০০ পদে পশ্চিম মেদিনীপুরে আবেদন ২৫ হাজার, রয়েছেন বি টেক, এমএ, এমএসসি ডিগ্রিধারীরা
আরও পড়ুন : রেলবাজেটে ঘোষণা হলেও রেলপথ হয়নি, ঘাটালে রেলপথের দাবিতে এবার সোশ্যাল মিডিয়ায় ঝড়
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Villagers Protest
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper