HS Result 2023 : Two tribal daughters of Jhargram are the first in the state in Santali language in higher secondary
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বুধবার প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। পরীক্ষা শেষের ৫৭ দিন পর প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অলচিকি হরফে সাঁওতালি ভাষায় রাজ্যের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছে ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির একলব্য মডেল স্কুলের দুই ছাত্রী। তাদের প্রাপ্ত নম্বর ৪৭২। ওই দুই ছাত্রী হলেন সরস্বতী বাস্কে ও মৌসুমী টুডু।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সরস্বতীর বাড়ি ঝাড়গ্রাম জেলার বিনপুর থানা এলাকায় এবং মৌসুমী টুডুর বাড়ি বাঁকুড়া জেলার বারিকুল থানা এলাকায়। মৌসুমী বাঁকুড়ার মৌসুমী প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একজন ছাত্রী। মৌসুমীর বাবা গনেশ টুডু পেশায় একজন কৃষক। ঝাড়গ্রামে থেকে পড়াশোনা করে কৃষক পরিবারের মেয়ের এই সাফল্যে গর্বিত জেলাবাসি। সে জানায় সারাদিনে ৪ ঘণ্টা পড়াশোনা করতো। তবে পড়াশোনার পাশাপাশি মৌসুমী খেলাধুলো ও নাচ করতে ভালোবাসত। ভবিষ্যতে কলকাতা পুলিশ হতে চায় মৌসুমী আগামীতেও সেই নিয়ে পড়াশোনা করতে চায় সে।
HS Result 2023
স্কুলের শিক্ষক-শিক্ষিকা, মহারাজ ও পরিবারের লোকজনদের কৃতজ্ঞতা জানিয়েছে মৌসুমী। অপরদিকে ঝাড়গ্রামের বিনপুরের প্রত্যন্ত এলাকার কৃষক পরিবারের মেয়ে সরস্বতী বাস্কে। সেও সাঁওতালি ভাষায় রাজ্যের মধ্যে যুগ্ম প্রথম। সরস্বতীর বাবা বিশ্বনাথ বাস্কে পেশায় একজন কৃষক। ও সরস্বতীর মা একজন গৃহবধূ। খুব সাধারণ পরিবারের মেয়ে সরস্বতী। বাড়িতে সরস্বতীর এক ভাই ও বোন আছে। ক্লাস ৬ থেকে ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির একলব্য মডেল স্কুলে পড়াশোনা শুরু তার।
আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকে অষ্টম মেদিনীপুর শহরের সৈয়দ শাকলাইন কবির, প্রাপ্ত নম্বর ৪৮৯
তার এই সাফল্যে তার পাড়া-প্রতিবেশী ও তার সাঁওতালি সমাজের মানুষের মুখ উজ্জল করেছে সরস্বতী। সরস্বতীর এই সাফল্যে স্কুল ও মা-বাবাকে কৃতজ্ঞতা জানাচ্ছে সে। পড়াশোনার পাশাপাশি খেলতে ভালোবাসত সে। সরস্বতী হলদেটে ভবিষ্যতে একজন শিক্ষিকা হতে চায়। সাঁওতালি ভাষায় রাজ্যের মধ্যে দুই জন ছাত্রী যুগ্ম প্রথম হওয়ায় ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির একলব্য মডেল স্কুলের ছাত্রছাত্রীরা আনন্দ মেতে উঠে।
আরও পড়ুন : বাবা-মা হোটেল চালান! অভাবের সঙ্গে লড়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় তমলুকের চন্দ্রবিন্দু
আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম পশ্চিম মেদিনীপুরের তুহিন, প্রাপ্ত নম্বর ৪৮৮
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
HS Result 2023
– Biplabi Sabyasachi Largest Bengali Newspape