Suvendu Adhikari approaches court demanding NIA probe in Egra bomb blast case.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ভয়াবহ বিস্ফোরণে গতকাল কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরে এগরার খাদিকুল গ্রাম। তার জেরে ৯ জন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার পর আজ, বুধবার থমথমে গোটা এলাকা। রাতেই ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি’র টিম। আজ, বুধবার ঘটনাস্থলে যাবে ফরেনসিক টিম। নমুনা সংগ্রহ করা হবে। বুধবার বিস্ফোরণস্থল পরিদর্শনে খাদিকুল গ্রামে পৌঁছালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্থদের বাড়িতেও যান তিনি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
কথা বলেছেন মৃত এবং আহতদের পরিবারের সঙ্গেও। শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে মৃতদের পরিবারের আত্মীয়রা। মৃতদেহ লোপাটের অভিযোগ তুলে টুইটে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী লেখেন, ‘পূর্ব মেদিনীপুরের এগরার সাহারা এলাকায় আঞ্চলিক তোলা মূল পার্টির নেতা কৃষ্ণপদ বাগের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আমার কাছে তথ্য আছে মৃতের সংখ্যা অনেক বেশি। বেআইনিভাবে মমতা পুলিশ মৃতদেহ সরিয়ে দিয়েছে। দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। প্রমাণ লোপাটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্যপালের হস্তক্ষেপে এনআইএ তদন্তের আবেদন জানাচ্ছি।
বারুদের স্তূপের ওপরে রয়েছে বাংলা। ঈশ্বর বাংলাকে বাঁচান।’ স্থানীয়দের অভিযোগ, ভানু বাগের কারখানায় এই প্রথম নয়। এর আগেও একাধিকবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুধু বিস্ফোরণ নয়, সেই বিস্ফোরণে একাধিকবার মৃত্যুর ঘটনাও ঘটেছে। এমনকি বছর ২০ আগে ভানুর নিজের ভাইয়ের মৃত্যুও হয় একইভাবে। কিন্তু তারপরেও বন্ধ হয়নি কারখানা। অভিযোগ, এলাকায় পাঁচ থেকে সাতটি গুদামে মজুত হত বাজি। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় একটি বাড়িতে তীব্র বিস্ফোরণ হয়।
আরও পড়ুন : এগরায় বোমা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ জন , ঘটনাস্থলে CID ও বোম্ব স্কোয়াড
আরও পড়ুন : আর যেতে হবে না থানায়! পশ্চিম মেদিনীপুরে হারিয়ে যাওয়া ফোনের অভিযোগ জানানো যাবে বাড়িতে বসেই
Egra Bomb Blast Case
বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গ্রামের রাস্তায় ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকতে দেখা যায় দেহ। পরে জানা যায়, ওই বাড়িতে বাজি বানানোর কাজ চলছিল। এর পরেই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। কী করে এমন ঘটনা ঘটল তা জানতে সিআইডি তদন্তেরও নির্দেশ দেন মমতা। তত ক্ষণে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দুও সরব হয়েছেন এ নিয়ে। বিরোধীদের দাবি শুনে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা জানান, এনআইএ তদন্ততে তাঁর কোনও আপত্তি নেই। বিরোধীরা যদি চায় এনআইএ তদন্ত করতে পারে। বুধবার ওই দাবির কথা জানিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন শুভেন্দুর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী।
ঘটনাচক্রে হাই কোর্ট সেই আবেদনে সাড়া দিয়ে যখন মামলার অনুমতি দিয়েছে, তখন শুভেন্দু নিজে পৌঁছে গিয়েছেন এগরায়। সেখানে পৌঁছে স্বজনহারাদের সঙ্গে কথা বলেন তিনি। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে এগরার ঘটনায় আবারও এনআইএ তদন্তের দাবিও জানান বিরোধী দলনেতা। যদিও তৃণমূলের তরফে শুভেন্দুর এই দাবিকে ‘শকুনের রাজনীতি’ বলে কটাক্ষ করা হয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল বলেন, ”এটা নিছকই একটি দুর্ঘটনা। শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন, তখন তাঁর এলাকায় কি কোনও দুর্ঘটনা হয়নি?” কুণাল বলেন, আসলে বিরোধী রাজনীতি করার জন্য বিরোধী দলনেতার হাতে কোনও ইস্যু নেই। তাই উনি শকুনের রাজনীতি করছেন।”
আরও পড়ুন : এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, হু হু বাড়ছে মৃতের সংখ্যা
আরও পড়ুন : কুড়মিদের ‘কাপড় খুলে দেওয়ার’ হুঁশিয়ারি দিলীপ ঘোষের, হলুদ গামছাতে হাত লাগিয়ে দেখাক-পাল্টা কুড়মিরা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Egra Bomb Blast Case
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper