‘Dadagiri’ in Bandh! The school was closed in Medinipur Sadar, the students had to leave after praying. Kurmi Protest.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকা ভুক্ত করার দাবিতে বুধবার ১২ ঘণ্টার বনধ-এর ডাক দিয়েছিল। সকাল থেকেই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে বের হয়নি জঙ্গলমহল রুটের কোন বেসরকারি বাস। বেলা বাড়তে শালবনীতে বন্ধ করা হলো দোকান বাজার। জিন্দাল গেটেও চলে বিক্ষোভ। মেদিনীপুর সদরে জোর করে বন্ধ করা হলো খুলে দেওয়া উচ্চ বিদ্যালয়।
বন্ধ হল কেশিয়াড়ি সহ বিভিন্ন এলাকার সড়ক ও দোকান বাজার। ১২ ঘণ্টার কুড়মিদের ডাকা বনধ সর্বাত্মক সফল করতে সকাল থেকেই কার্যত আক্রমণাত্মক চেহারায় ছিল ওই সম্প্রদায়ের নেতৃত্বরা। কেশিয়াড়ি এলাকার হাতিগাড়িয়াতে জোর করে বন্ধ করে দেওয়া হয় রাজ্য সড়ক। শালবনীতে জিন্দাল কারখানার সামনে অবরোধ বিক্ষোভ করে তারা। বন্ধ হয়ে যায় কারখানার স্বাভাবিক কাজকর্ম।
Medinipur Sadar
শালবনী এলাকায় সড়ক অবরোধে দীর্ঘ যানজট পরিস্থিতি তৈরি হয়। মেদিনীপুর সদর ব্লকের বেলিয়া থেকে ধেড়ুয়া পর্যন্ত বাইক মিছিল করে খোলা থাকা দোকান জোর করে বন্ধ করে বন্ধ করার অভিযোগ বনধ সমর্থকদের বিরুদ্ধে। চাঁদড়া উচ্চ বিদ্যালয়ে প্রার্থনা শেষের পর ক্লাস শুরুর আগে হাজির হয়ে যায় বনধ সমর্থকরা। কয়েকজন শিক্ষকদের রুমে গিয়ে বিদ্যালয় বন্ধ করার হুঁশিয়ারি দেয় বলে অভিযোগ।
আরও পড়ুন : গুড়গুড়িপালে বজ্রপাতে পুড়ে ছাই মাঠে রাখা পাকা ধান
পরিস্থিতি বেগতিক দেখে ফলে শিক্ষকরা ছাত্র-ছাত্রীরা বাড়ি পাঠিয়ে দেন বলে জানা গিয়েছে। ধেড়ুয়া উচ্চ বিদ্যালয় গেটে আগে থেকেই পতাকা লাগিয়ে বন্ধ করে দেয়। স্থানীয় এক কুড়মি নেতা বলেন, “জোর করে কিছু করা হয় নি। আমরা বনধের সমর্থনে আবেদন জানিয়েছিলাম। ওনারা সমর্থন করেছেন।” এদিন মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে জঙ্গলমহলের রুটে যাওয়া বেশিরভাগ বেসরকারি বাস বের হয়নি। দিনভর হয়রানির শিকার যাত্রীরা।
আরও পড়ুন : আর কলকাতা নয়! এবার মেদিনীপুর হাসপাতালে হৃদরোগের চিকিৎসা, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Medinipur Sadar
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper