“In Panchayat Election You have to Vote by showing Trinamool agents in the booth,” Said panchayat member.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : “পঞ্চায়েত ভোটে বুথে থাকা তৃণমূল এজেন্টদের দেখিয়ে ভোট দিতে হবে।” এমনই নিদান দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক দেখা গিয়েছে। দলের নীতি-আদর্শ বোঝে না ওই পঞ্চায়েত সদস্যা মন্তব্য দলের জেলা সভাপতির। কটাক্ষ বিরোধীদের। শালবনী ব্লকের সাতপাটি অঞ্চলের তিলাবনী বুথের পঞ্চায়েত সদস্যা ফুলটুসি দাস জনসংযোগ কর্মসূচীতে বেরিয়েছিলেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সেখানে তাঁকে সাধারণ মানুষদের বলতে শোনা গিয়েছে, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের মাধ্যমে অনেকরকম সুযোগ সুবিধা দিয়েছেন। যার ফলে আমরাও চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে। যে কারণে আমরা চাইছি পঞ্চায়েত ভোট বুথে থাকা তৃণমূল এজেন্টদের দেখিয়ে দিতে হবে।” পঞ্চায়েত সদস্যার এমন মন্তব্যে অস্বস্তিতে শাসকদল। দল এই মন্তব্যকে অনুমোদন করে না বলে দাবি তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার।
Panchayat Election
আরও পড়ুন : গোসাপ হত্যার ছবি ভাইরাল পশ্চিম মেদিনীপুরে, শিকারির খোঁজে পুলিশ ও বনদপ্তর
তিনি বলেন, “ওই পঞ্চায়েত সমস্যা দলের নীতি আদর্শ বোঝে না। দলের সঙ্গে যোগাযোগ সেভাবে নেই। ওই এলাকার প্রধানকে বলেছি ওনার সঙ্গে কথা বলতে, কেন তিনি এমন মন্তব্য করলেন।” তবে মন্তব্যে কোন ভুলই দেখছেন না পঞ্চায়েত সদস্যা ফুলটুসি দাস। তার সাফাই, “সমস্ত পরিবার রাজ্য সরকারের সুবিধা পেয়েছে। ফলে ভোট তৃণমূলকে দিতে বলেছি।” ছাপ্পা মেরে, সন্ত্রাস করে বিরোধী এজেন্টদের বসতে না দিয়ে ভোট লুট করা তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ বিরোধীদের।
আরও পড়ুন : পুকুর খননের সময় মাটির নিচ থেকে উঠে এলো কাঠের মূর্তি, শোরগোল শালবনীতে
আরও পড়ুন : জেলা জুড়ে ঈদের নামাজ, মসজিদে ও ঈদগায় ফুলের তোড়া নিয়ে হাজির হলেন পুলিশ কর্তা থেকে জনপ্রতিনিধিরা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Panchayat Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper