ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : “দিদির দূত” হয়ে কেশপুরের কেওটপাড়া এলাকাতে গিয়েছিলেন প্রতিমন্ত্রী তথা তৃণমূল নেত্রী শিউলি সাহা। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে মুগবসান গ্রাম পঞ্চায়েত অফিসে বৈঠকে বসেন। এরপরই মুগবসানের একটা অংশের তৃণমূল কর্মী ও গ্রামবাসীরা বৈঠক স্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ দেখান শিউলি সাহার বিরুদ্ধে। অবরোধে যানজট তৈরি হয়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
তবে শিউলি সাহার দাবি, “অবরোধকারীরা তৃণমূলের কেউ না, ওরা সিপিএম ও বিজেপির হয়ে অবরোধে নেমেছে।” রবিবার বিকেলে মুগবসান বাজারের ওপর মেদিনীপুর-ঘাটাল রাজ্য সড়ক অবরোধ করে দেয় স্থানীয়রা। নেতৃত্বে তৃণমূল ও একদল গ্রামবাসী। বিক্ষোভে শামিল তৃণমূল কর্মী আক্কাস আলী বলেন, “এলাকায় পানীয় জল প্রকল্পের কাজ স্থগিত, বন্যার পরেও কোন উন্নয়ন করা হয়নি গ্রামে। বন্যার সময় একদল মন্ত্রী গ্রাম থেকে ঘুরে গেলেও একটা কাজ হয়নি। দিদির দূত হিসেবে এলাকায় এলেও বিক্ষোভ এড়াতে মুগবসান এড়িয়ে চলে গিয়েছেন শিউলি সাহা।”
Didir Doot
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে মৃত ব্যক্তির সাফল্য কামনায় প্রধানের শংসাপত্র! ভাইরাল সোশ্যাল মাধ্যমে
গ্রামে একাধিক অনুন্নয়নের অভিযোগ তুলে গ্রামবাসীরা অনেকেই শামিল হয়েছেন শিউলি সাহার বিরুদ্ধে ক্ষোভ উগরে। তবে শিউলি সাহার দাবি, “বিক্ষোবকারীরা আর যাই হোক তৃণমূলের কেউ না। তৃণমূলের হলে সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনায় বসতে পারতো। উনারা বিজেপি ও সিপিএমের হয়ে কাজ করছেন। বিজেপি- সিপিএমের হয়েই হয়তো অঞ্চল যুব তৃণমূলে প্রবেশ করেছেন।” আধ ঘন্টার বেশি এই অবরোধে যানজট তৈরি হয়। অনেক চেষ্টা করে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয় কেশপুর থানার পুলিশ। তবে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে কটাক্ষ বিজেপির।
আরও পড়ুন : আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সাফল্য ঘাটালের দুই কন্যার
আরও পড়ুন : জেলা শাসক ও পুলিশ সুপারের সাথে বৈঠকের পরও অব্যাহত কুড়মি আন্দোলন, ভোগান্তি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Didir Doot
– Biplabi Sabyasachi Largest