“300 jobs in Vidyasagar University, 82 jobs in Midnapore College without interview during CPM era”, investigation demands
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নিয়োগ দুর্নীতি নিয়ে বর্তমান শাসকদল কার্যত কোনঠাসা। তৃণমূলের বহু নেতা গ্রেফতার। চাকরি হারিয়েছেন কয়েক হাজার। সেই মুহূর্তে মেদিনীপুর থেকে সিপিএম বিজেপির বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলল তৃণমূল। সুশান্ত ঘোষ সহ একাধিক সিপিএম নেতা ও বিজেপির দিলীপ ঘোষের বিরুদ্ধেও নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অনেক সিপিএম নেতারা নেচেছেন তৃণমূল নিয়োগ দুর্নীতিতে যুক্ত বলে। নিয়োগ দুর্নীতিকে আমরাও সমর্থন করি না। আইন তার আইনের পথে চলবে। কিন্তু সুজন চক্রবর্তীর স্ত্রী ইন্টারভিউ ছাড়া চাকরি পেয়েছেন কেন? তিনি কাস্টডিতে যাবেন না? সুশান্ত ঘোষের পরিবার 22 টা চাকরি পেয়েছে ইন্টারভিউ ছাড়া। তাঁর বাড়ির কুকুর বিড়াল গুলো পর্যন্ত পেয়েছে।
Vidyasagar University Midnapore College
আরও পড়ুন : চলতি বছরে জঙ্গলমহলে হাতির হামলায় মৃত্যু মিছিল! বাড়ি ভাঙার পাশাপাশি আহত একাধিক, ডেপুটেশন জেলা শাসক দপ্তরে
ঘাটালের সিপিএম নেতা ইসরায়েল ছয় খানা চাকরি, মেদিনীপুরের এক সিপিএম নেতা ছয় খানা চাকরি দিয়েছে। আর ইন্টারভিউ ছাড়া ৩০০ ছেলের চাকরি দিয়েছেন। শুধুমাত্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ৩০০ জনকে চাকরি দিয়েছে সিপিএম ইন্টারভিউ ছাড়া। মেদিনীপুর কলেজে এক সময়ে ৮২ জনকে চাকরি দিয়েছে ইন্টারভিউ ছাড়া। ফলে তাদের গলায় নিয়োগ দুর্নীতি মানায় না।”
আরও পড়ুন : বন ও বন্যপ্রাণ সংরক্ষণে বিদ্যালয়ে শিবির, পাঠক্রমে অন্তর্ভুক্তের দাবি
আরও পড়ুন : গোপগড় ইকোপার্কে প্রবেশ করা হাতিকে ট্রাঙ্কুলাইজ করে পাঠানো হল গভীর জঙ্গলে
তিনি আরও বলেন, “মহামান্য এমপি রেলওয়ে ক্যাজুয়ালে, ওয়ার্কশপে, ডিএমআর অফিসে বহু মানুষকে ঢুকিয়েছেন গঙ্গাজলে ধুয়ে। হিরনের সঙ্গে তার ঝগড়া এই জায়গায়। ঠিকাদারদের ব্যাপার নিয়ে, আর চাকরির ব্যাপার নিয়ে। তারা কি সব তদন্তের ঊর্ধ্বে? তারা কেন এই তদন্ত কমিটির বাইরে থাকবে। যারা বেশি গলাবাজি করছে নিয়োগ নিয়ে একটু গভীরে দেখলে বোঝা যাবে সমস্ত নিয়োগ তাদের হাত ধরে হয়েছে অধিকাংশ।” এদিন নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় এজেন্সির দ্বিমুখী আচরণের অভিযোগ তুলেছেন অজিত মাইতি।
আরও পড়ুন : গোপগড় ইকোপার্কে প্রবেশ করা হাতিকে ট্রাঙ্কুলাইজ করে পাঠানো হল গভীর জঙ্গলে
আরও পড়ুন : ফের হাতি প্রবেশ করল গোপগড় ইকোপার্কে , ট্রাঙ্কুলাইজ করতে গিয়ে আহত রেঞ্জার, পর্যটকদের রাখা হল ওয়াচ টাওয়ারে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Vidyasagar University | Midnapore College
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper