Failed to pay the loan! The members of the family are living under the open sky at the Ghatal. The house was sealed by the bank.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ব্যাঙ্ক থেকে নেওয়া লোনের টাকা পরিশোধ না করায় ঘাটালের রামচন্দ্রপুরের এক পরিবারের বাড়ি দখল নিয়ে সিল করে দিল খড়ার ইউকো ব্যাঙ্ক কতৃপক্ষ। ১০ মার্চ শুক্রবার রামচন্দ্রপুরের হিরণময় পাণ্ডের বাড়িতে বিশাল পুলিশ বাহিনীকে সাথে নিয়ে পোঁছায় খড়ার ইউকো ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পরিবারের লোকজন সহ সমস্ত জিনিসপত্র বাড়ির বাইরে বের করে সেদিনই বাড়িটিকে সিল করে দেওয়া হয় ব্যাঙ্কের তরফে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
বাড়ি দখল হয়ে যাওয়ায় একটি ঝুপড়িতে ছোট ছোট বাচ্চাদের নিয়ে রাত কাটে ওই পরিবারের। খড়ার ইউকো ব্যাঙ্কের ম্যানেজার দীপশঙ্কর ভট্ট বলেন, ওই পরিবার ২০০৬ সালে পাঁচ লক্ষ টাকা লোন নিয়েছিল। প্রথমে কিছু টাকা পরিশোধ করার পর গত বারো বছর ধরে আর কোনও টাকা পরিশোধ করেনি। বার বার নোটিশ করেও সেই টাকা পরিশোধ হয়নি।তাই বাধ্য হয়েই বাড়িটির দখল নিয়ে সিল করে দেওয়া হয়েছে। পরবর্তীকালে ওই বাড়ি বিক্রি করে লোনের টাকা নিয়ে নেওয়া হবে।
Loan Pay Failed
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুর জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, লাগবে না বাসে ভাড়া
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরের এস পি বদল! দীনেশ কুমারের জায়গায় নতুন পুলিশ সুপার ধৃতিমান সরকার
বাড়িটি বকেয়া লোনের টাকার থেকে বেশি দরে বিক্রি হলে সেই টাকা ওই পরিবারকে দিয়ে দেওয়া হবে। ওই পরিবারের বড় ছেলে হিরণময় পান্ডে বলেন, তাঁর মা মালতি পান্ডে দুর্ঘটনায় ভুগছিলেন, বাবা ক্যানসারে আক্রান্ত ছিলেন। বাবা-মায়ের চিকিৎসার জন্য সব টাকা ব্যয় হয়ে গিয়েছে, তাই তাঁরা ব্যাঙ্কের লোন পরিশোধ করতে পারেননি। তবে আর একটু সময় দিলে পরিশোধ করে দিতেন। বাড়ি দখল হয়ে যাওয়ায় ছোট ছোট ছেলে- মেয়ে নিয়ে কার্যত পথে বসলেন ওই পরিবার।
আরও পড়ুন : প্রায় দু’মাস পর নতুন উপাচার্য পেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন : হাতির হানায় মৃত্যু স্বামীর, মেলেনি চাকরি! মেদিনীপুরে মহিলাদের সহযোগিতার আশ্বাস দিলেন খোদ বনমন্ত্রী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Loan Pay Failed
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper