Not a single student! Do you know the number of such school in Jhargram? Schools with under 30 students is more than four hundred in the list.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আদালতের নির্দেশ মতো সম্প্রতি ৮২০৭ টি স্কুলের তালিকা প্রকাশ করেছে শিক্ষা দপ্তর। আর ওই তালিকা প্রকাশের পরই রীতিমতো অস্বস্তিতে রাজ্যের শিক্ষা দপ্তর। তালিকায় চোখ রাখলেই দেখা যাচ্ছে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির জীর্ণ চেহারা। কোন স্কুলে শিক্ষক আছে অথচ ছাত্রছাত্রীর দেখা নেই, কোনো কোনো স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা আবার এক থেকে দুইজন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
কেন এই অবস্থা? অভিজ্ঞ মহলের মতো স্কুল গুলিতে শিক্ষক-শিক্ষিকার অভাব ও চরম নিয়োগ দুর্নীতি এর প্রধান কারণ। যার দরুন অভিভাবকরা ছাত্র-ছাত্রীদের প্রাইভেট স্কুল গুলিতে ভর্তি করে দিচ্ছেন, ফলে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলিতে ছাত্র-ছাত্রীদেরকে আগের তুলনায় অনেকটাই হ্রাস পাচ্ছে। যা নিয়ে প্রশ্নের মুখে সরকারি স্কুল গুলির ভবিষ্যৎ। শিক্ষা দপ্তরের ওই তালিকায় দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার ১৪৪৯ টি বিদ্যালয়ের নাম রয়েছে।
Jhargram School List
এরমধ্যে ঝাড়গ্রাম জেলার ৪৮০টি স্কুলের নাম রয়েছে। আজকের এই প্রতিবেদনে ঝাড়গ্রাম জেলার সেই সমস্ত স্কুলগুলির কথা বলব যে সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা খুবই নগণ্য। লালগড়ের ধরমপুর গার্লস জুনিয়র হাইস্কুলের ছাত্রীর সংখ্যা – ১, শিক্ষক সংখ্যা – ১। গোপীবল্লভপুর এর ছাতিনাসোল গার্লস জুনিয়র হাইস্কুলের ছাত্রীর সংখ্যা – ০, শিক্ষক সংখ্যা – ১ এবং ভালুকাসোল জুনিয়র হাইস্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা – ২, শিক্ষক সংখ্যা – ১।
আরও পড়ুন : পড়ুয়া সংখ্যা শূন্য ! ঘাটালের প্রাথমিক বিদ্যালয়ে পড়ল তালা
আরও পড়ুন : মোবাইল চার্জার ফেটে চলন্ত ট্রেনে আগুন! ঝাড়গ্রামে ইস্পাত এক্সপ্রেসে আতঙ্ক
নয়াগ্রাম পাঁচকাহনিয়া জুনিয়র হাইস্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা – ০, শিক্ষক সংখ্যা – ১ এবং ঘাগরিসোল জুনিয়র হাইস্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা – ৬, শিক্ষক সংখ্যা – ২। রোহিনী নেকড়াসোল জুনিয়র হাইস্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা – ৩, শিক্ষক সংখ্যা – ১। সাঁকরাইল ছোটোকানাডিহা প্রাইমারি স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা – ৫, শিক্ষক সংখ্যা – ১। গিধনী গার্লস জুনিয়র হাইস্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা – ৫, শিক্ষক সংখ্যা – ২। বিনপুর কুইলা প্রাইমারি স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা – ৫, শিক্ষক সংখ্যা – ২।
দেখে নেওয়া যাক ঝাড়গ্রাম জেলার কোন বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকের সংখ্যা কত :
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরের কোন স্কুলে পড়ুয়ার সংখ্যা শূন্য ! কিন্তু রয়েছেন শিক্ষক , এক নজরে দেখে নিন তালিকা
আরও পড়ুন : ২৪ ঘন্টা পার! এখনও পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে জ্বলছে আগুণ, বাস্তু ও জীববৈচিত্র নিয়ে উদ্বিগ্ন প্রশাসন
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Jhargram School List
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper