Terrible fire in Murakata forest, fire department are in full swing to stop the fire.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের ভয়ঙ্কর আগুন জঙ্গলে লাগার ঘটনা পশ্চিম মেদিনীপুরে ৷ সোমবার সন্ধ্যায় আগুনটি লেগেছে মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা এলাকাতে। সন্ধ্যার সময় স্থানীয়রা আগুনের অস্তিত্ব বুঝতে পারেন ৷ ভয়ঙ্কর আগুন ছড়িয়ে পড়ে জঙ্গলের অনেকটা গভীর পর্যন্ত ৷
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রনের বাইরে ৷ স্থানীয়দের দাবি, এই আগুন কেউ বা কারা লাগিয়ে দিয়েছে। শুকনো পাতায় সেই আগুন অনেকটা দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে ৷ এতে অন্য আশঙ্কা করছে গ্রামবাসীরা ৷ তাঁদের দাবি, এলাকায় বন্য পশু ও সাপ রয়েছে।
আরও পড়ুন : মেদিনীপুর পৌরসভায় বিক্ষোভ ডেপুটেশন আশাকর্মীদের
সেগুলি আগুনের কারনে লোকালয়ে প্রবেশ করার আশঙ্কা রয়েছে। গত দু’সপ্তাহ ধরে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জঙ্গলে লাগাতার আগুন লাগার ঘটনা ঘটছে ৷ মেদিনীপুর দমকল থেকে জানানো হয়েছে, গড়ে প্রতিদিন বিভিন্ন এলাকার জঙ্গলে আগুন লাগছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা দমকল কর্মীদের।
আরও পড়ুন : মেদিনীপুর শহরে সরকারি হোমের ভেতরে আগুন, নেভালো দমকল
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর বারংবার নির্দেশনামা সত্বেও আজও অধরা বীরসিংহ গ্রামে বর্ণপরিচয় গেট তৈরির কাজ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Forest Fire
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper