Demonstration deputation by ASHA worker in Midnapore municipality
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : একাধিক দাবিতে সোমবার মেদিনীপুর পৌরসভায় বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী (কন্ট্রাকচুয়াল) ইউনিয়ন। অবসরকালীন সময়সীমা ৬৫ বছর ও অবসরকালীন ভাতা ৫ লক্ষ টাকা করা, পৌর স্বাস্থ্য কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি, পেনশন-পিএফ-গ্র্যাচুয়িটি চালু করা, ফিক্সড বেতন ও ভাতা বৃদ্ধি করা সহ একাধিক দাবিতে শ্রমিক সংগঠন AIUTUC অনুমোদিত মেদিনীপুর শাখার উদ্যোগে পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান-এর নিকট ডেপুটেশনও দেয়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সংগঠনের জেলা নেত্রী তনুজা সিংহ বলেন, “পৌর এলাকায় সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পৌর স্বাস্থ্য কর্মীগণ অমানুষিক কাজ করলেও আজও আমাদের সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া হয় না। নাম মাত্র ভাতায় কাজ করতে হয়। উপরন্তু কেন্দ্র ও রাজ্য, স্বাস্থ্য সম্পর্কিত কাজের বহির্ভূত নানান কাজ চাপিয়ে দেয়।” দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন : মেদিনীপুর শহরে সরকারি হোমের ভেতরে আগুন, নেভালো দমকল
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর বারংবার নির্দেশনামা সত্বেও আজও অধরা বীরসিংহ গ্রামে বর্ণপরিচয় গেট তৈরির কাজ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
ASHA Worker Deputation
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper