In order to gain profit, the GST central government in medicine, has the right to treat! Protest march of sales representatives in Medinipur
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মুনাফা লাভের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে নীতি গ্রহণ করেছে তাতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। শ্রম কোড বাতিল, ওষুধের ওপর জিএসটি প্রত্যাহার সহ একাধিক দাবিতে মেদিনীপুর শহরে মিছিল করলো অল ওয়েস্ট বেঙ্গল সেলস্ রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। ১১-১২ ফেব্রুয়ারি রাজ্য সম্মেলনের ডাক দেওয়া হয়েছে সংগঠনের। তারই অংশ হিসাবে মহামিছিলের আয়োজন করে মেদিনীপুর শহরে।
মূলত কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরোধিতা করে এদিন মিছিল শহর পরিক্রমা করে। সংগঠনের অভিযোগ, কেন্দ্রীয় সরকার ওষুধের উপর যে নীতি আরোপ করেছে তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতাদের। একই সাথে জীবন দায়ী ওষুধের উপর জিএসটি চাপিয়ে দেওয়া হয়েছে। তাতে ওষুধের খরচ বহন করতে পারছেন না অনেকেই। আবার অনেকে চিকিৎসা করাতে গিয়েও সর্বস্বান্ত হচ্ছেন। চিকিৎসা করাতে গিয়ে প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে রোগীর পরিবারের।
Medinipur
আরও পড়ুন : অনির্দিষ্টকালের ডাকা অবরোধ উঠল আদিবাসী সংগঠনের
মুনাফার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার চড়া হারে ওষুধের উপর জিএসটি ধার্য করেছে। অবিলম্বে ওষুধের ওপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি তুলেছে সংগঠনটি। ওষুধের দাম বৃদ্ধি চিকিৎসাকে ব্যাহত করবে। এমনই মন্তব্য সার্ভিস ডক্টর্স ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাসের। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের নীতির ফলে ওষুধ কোম্পানিগুলো প্রতি বছরই দাম বাড়ানোর সুযোগ পাচ্ছে।
যদিও বর্তমানে অত্যাবশ্যকীয় নয় এমন ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকার ছেড়ে দেওয়ায় কোম্পানিগুলো এইসব ওষুধের দাম যথেচ্ছ ভাবে বৃদ্ধি করে চলেছে। অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণের ক্ষেত্রে এতদিন সরকারের একটা নিয়ন্ত্রণ ছিল সে নিয়ন্ত্রণটুকুও তুলে নিল।” সার্ভিস ডক্টর্স ফোরামের অভিমত, কর্পোরেট ওষুধ ব্যবসায়ীদের অত্যধিক মুনাফা সুনিশ্চিত করতেই সরকারের এই পদক্ষেপ। ইতিমধ্যেই ওষুধের দাম বহুগুণ বেড়েছে, এখন তা আরও বেড়ে সাধারণ মানুষের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাবে। অসংখ্য মানুষ কার্যত বিনা চিকিৎসায় মারা যাবেন।
আরও পড়ুন : লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল, ওভার ব্রীজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা
আরও পড়ুন : ঘাটালে পাগলা কুকুরের কামড়ে জখম স্কুল পড়ুয়া সহ প্রায় ২০ জন
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper