ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হাতির হানায় জমির ফসলের ক্ষতির জেরে পথ অবরোধ চাষীদের। ঘটনাটি শুক্রবার পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটার সাতপাটি এলাকায়। জানা গিয়েছে, বারোটি হাতির একটি পালকে ভাদুতলার সুশনিবাড়ির জঙ্গল থেকে গোদাপিয়াশালের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বনকর্মীরা। হাতির পালটি ভুরসা এলাকায় পৌঁছালে ফসল বাঁচাতে ওই এলাকার চাষীরা গতিপথে বাধা দেয় বলে অভিযোগ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
যার ফলে হাতির ওই পালটি পুনরায় সাতপাটি হয়ে ক্ষুদ্রবনকাটির জঙ্গলে প্রবেশ করে। যাতায়াতের পথে ওই এলাকায় আলু জমির ক্ষতি হয়। যার জেরে শুক্রবার সকাল থেকে ক্ষুব্ধ চাষীরা মেদিনীপুর-লালগড় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। পরে পিড়াকাটা রেঞ্জের আধিকারিক সহ অন্যান্য বনকর্মীরা পৌঁছালে বিক্ষোভ দেখান চাষীরা।
Elephant Attack
আরও পড়ুন : বেপোরোয়া গতির বলি ! দাসপুরের দুর্গাচকে ট্রাকের ধাক্কায় মৃত ২
তবে দ্রুত ক্ষতির পরিমাপ দেখে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। দুপুরে কৃষকদের জমির ক্ষতির পরিদর্শনে যান বনকর্মীরা। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, হাতির পালটিকে গোদাপিয়াশাল দিয়ে বাঁকুড়ার দিকে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। বেশ কিছু জমির ফসলের ক্ষতি হয়েছে। সরকারি নিয়মানুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।
আরও পড়ুন : পানীয় জলে কর নেওয়ার অভিযোগ! ঘাটালে পোস্টার বিজেপির
আরও পড়ুন : বাইক চালানো শিখতে গিয়ে পোস্টে ধাক্কা ! পশ্চিম মেদিনীপুরে মৃত্যু স্কুল পড়ুয়ার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper