Panchayat Election
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে বলা সত্ত্বেও রাস্তা সারাইয়ের কোন উদ্যোগ নেয়নি। এমনকি জল নিকাশীর ব্যবস্থাও নেই। বর্ষার সময় হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হয়। বাড়ির ভেতরে ঢুকে পড়ে জল। গবাদিপশুও গোয়াল ঘরে সারারাত জলের মধ্যে দাঁড়িয়ে থাকে। পঞ্চায়েত থেকে কোন উদ্যোগ নেয়নি সংস্কারের।
পঞ্চায়েতকে বলার পরেও কোন ভূমিকা না নেওয়ায় পঞ্চায়েত ভোটের আগে সুর চড়ালেন গ্রামবাসীরা। যাকে ঘিরে বিপাকে শাসক শিবির। বৃহস্পতিবার ফের রাস্তা সারাই এবং জল নিকাশি ব্যবস্থার দাবিতে মণিদহ গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল মেদিনীপুর সদর ব্লকের চালকপাড়া এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের সাথে উপস্থিত ছিলেন, এসইউসিআই নেতা স্বপন পাত্র, সুশান্ত সাহু সহ অন্যান্যরা।
Panchayat Election
আরও পড়ুন : ৫ কিলোমিটার দাঁতালকে তাড়া মেদিনীপুরে, ঝাড়গ্রামে হাতির হানায় আহত ব্যক্তি
স্বপন পাত্র বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় জল নিকাশি ব্যবস্থা নেই। এমনকি রাস্তার অবস্থাও খুবই খারাপ। পঞ্চায়েতকে জানিয়েছেন কিন্তু সমাধান হয়নি। আমরা এদিন প্রধানকে জানিয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। যদি না হয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে। পাশাপাশি পঞ্চায়েত অফিসে সর্বসমক্ষে ঝুলিয়ে রাখতে হবে আবাস যোজনা প্রাপকদের তালিকা।
আরও পড়ুন : কিষাণ মান্ডিতে ধান কেনায় দুর্নীতি! দাঁতন-২ ব্লক অফিসে কৃষক বিক্ষোভ
আরও পড়ুন : ৫০ টির মতো আদিবাসী পরিবার পাননি আবাস যোজনার ঘর, ক্ষোভ দাসপুরের গ্রামে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Panchayat Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper