ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ১০০ টি হাতির পাল। তাতে নাজেহাল অবস্থা চাষীদের। সন্ধ্যা হলেই জঙ্গল ছেড়ে নেমে পড়ছে লোকালয়ের ধান জমিতে।
যেটুকু জমিতে এখনো পাকা ধান রয়েছে তা বাড়ি তুলবেন কিভাবে তা নিয়ে চিন্তায় চাষীরা। জানা গিয়েছে, খড়্গপুর গ্রামীণের কলাইকুন্ডা রেঞ্জের জটিয়ার জঙ্গলে ১০০ টি হাতির পাল ডেরা বেঁধেছে। বনদপ্তরের পক্ষ থেকে হাতির পালটিকে অন্যত্র সরানোর চেষ্টা করলেও বারে বারে ব্যর্থ হয়। মঙ্গলবার সন্ধ্যাবেলায় বিশাল হুলা টিম নিয়ে হাতির পালকে মেদিনীপুর সদরের চাঁদড়ার জঙ্গলে পাঠানোর তোড়জোড় দেখা দেয়।
এর আগেও একাধিকবার চেষ্টা করেছে। যদিও এক বনাধিকারীকের দাবি, হাতির গতিপথে বাধা দেওয়ার জন্য অন্যত্র নিয়ে যেতে সমস্যা হচ্ছে। তবে হাতির পালের তাণ্ডবে ব্যাপক ক্ষতি পাকা ধানে। ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। বিক্ষোভও দেখিয়েছেন। তবে কবে সরবে হাতির পাল তা নিয়ে চিন্তায় চাষী সহ বনদপ্তর।