Mamata Banerjee
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলপাহাড়িতে সভার পরে বিভিন্ন গ্রাম পরিদর্শন করলেন খোশমেজাজে। গ্রামবাসীর সঙ্গে গল্প করলেন, বাচ্চাকে কোলে তুলে নিলেন। সবশেষে গ্রামের একটি চা দোকানে চেনা ভঙ্গিতে ঢুকে পড়লেন মুখ্যমন্ত্রী। সেখানে গ্রামবাসীদের অভিযোগ ছিল অনেকেই বাড়ি পাননি। রয়েছে পানীয় জলের সমস্যা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়ে বলেন আগামী বছরের শেষের দিকেই পানীয় জল সহ সমস্ত সমাধান হবে। তিনি আরো বলেন পাইপলাইন বসিয়ে ঘরে ঘরে জল আনতে একটু সময় লাগে। এদিন তিনি রাজ্যের মন্ত্রী মানষ ভূঁইয়াকে নির্দেশ দেন আরো বেশি করে পুকুর খনন করার জন্য। চাষের সমস্যার সমাধানের জন্যই এমন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এবারে বৃষ্টি কম হওয়ার জন্য ঝাড়গ্রাম এর চাষের অসুবিধা হচ্ছে।
Mamata Banerjee
তবে এই সমস্যা বেশি দিন থাকবে না। মাটির বাড়িতে জন্ম আমার জঙ্গলমহলে দাঁড়িয়ে জানালেন মমতা। জঙ্গলমহলের কর্মসূচিতে অংশ নিতে গিয়ে একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তাঁর কথায় উঠে এলো স্মৃতিচারণা। মুখ্যমন্ত্রী আদিবাসীদের মাঝে দাঁড়িয়ে মঙ্গলবার জানান মাটির বাড়ি তে জন্ম তার বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার বেলপাহাড়ীতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : ৭ দিনের মধ্যেই প্রতিমন্ত্রীর বহিষ্কার! ক্ষীরপাইয়ে অবরোধ আদিবাসী সংগঠনের
বেলপাহাড়ীতে অনুষ্ঠান শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের রওনা দেয় ঝাড়গ্রামে এর উদ্দেশ্যে। ঝাড়গ্রামে ফেরার পথে রাস্তার একাধিক জায়গায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। আদিবাসী গ্রামের মানুষের সঙ্গে কথা বলে শোনেন তাদের সমস্যার কথা। গ্রামবাসীর সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন আমার মা বাবা থাকতেন মাটির বাড়িতে। আমারও জন্ম মাটির বাড়িতে। আমি জানি মাটির বাড়ি কেমন হয়।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরের আগের দিনে অবরোধ আদিবাসী সমাজের
বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম পথে মুখ্যমন্ত্রী প্রথমে নামেন কূর্চিবনি নামে একটি গ্রামে। সেখানে তিনি একটি আদিবাসী বাড়িতে ঢুকে পড়েন। সেখানে স্থানীয় আদিবাসী মানুষকে জিজ্ঞাসা করেন কি রান্না হচ্ছে বাড়িতে? একই সঙ্গে তারা কৃষক মান্ডিতে ধান বিক্রি করতে পারেন কিনা জানতে চান রাজ্যের প্রশাসনিক প্রধান।
আরও পড়ুন : ভীমপুরে হাতির তাণ্ডব, রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ
আরও পড়ুন : মৎস্যজীবিদের জালে বিরল প্রজাতির মাছ দীঘায়
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mamata Banerjee
– Biplabi Sabyasachi Largest Bengali