Medinipur Sadar
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদরে (পশ্চিম) ‘গ্রুপ বাজি’ নিয়ে অস্বস্তিতে শাসকদল। ওই এলাকার কনকাবতী, মনিদহ, চাঁদড়া, ধেড়ুয়া চারটি অঞ্চলেই শাসকদলের দুই গ্রুপ পঞ্চায়েত ভোটের আগে জোর সমস্যায় ফেলতে পারে নেতৃত্বদের। তার আগেই গ্রুপ বাজি নিয়ে হুঁশিয়ারি দিলেন বিধায়ক জুন মালিয়া। বৃহস্পতিবার বিকেলে চাঁদড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দেন বিধায়ক জুন মালিয়া।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সাথে ছিলেন এলাকার তৃণমূল নেতৃত্ব। সেই সভায় দাঁড়িয়েই কার্যত হুঁশিয়ারির সুর মেদিনীপুরের তৃণমূল বিধায়কের গলায়। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা, “দয়া করে গ্রুপ বাজি বন্ধ করুন। অনেক হয়েছে, আর নয়। যারা গ্রুপ বাজি, ঝগড়া করবে তাদের কিন্তু আর তৃণমূল কংগ্রেসে স্থান হবে না। তৃণমূল নেত্রী এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। কোন নেতার স্ত্রী, দিদি, বোন এই পঞ্চায়েতে প্রার্থী হতে পারবেন না। তবে যোগ্য হলে অবশ্যই পাবে।
Medinipur Sadar
আরও পড়ুন : শূন্যপদে নিয়োগ ও মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে মেদিনীপুরে বিক্ষোভ সংগ্রামী যৌথ মঞ্চের
কোন সংরক্ষিত আসনে নেতার বউ বসে গেছে, সেই বউ বাড়িতে রান্না করছে আর নেতা ছড়ি ঘুরাচ্ছে- সেটা চলবে না। মহিলা আসন হলে মহিলারা এগিয়ে আসুন। কোন গ্রুপ চলবে না। একজোট হয়ে প্রত্যেকটা ব্লকে গিয়ে মিটিং করবেন। দরকার পড়লে অন্য অঞ্চলে গিয়েও মিটিং করতে হবে।” তবে বিধায়কের এমন বক্তব্যের পর খুব স্বাভাবিকভাবেই জেলাজুড়ে জারি রাজনৈতিক তরজা। জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস সরাসরি খোঁচা দিয়েছেন জুন মালিয়াকে।
আরও পড়ুন : মেদিনীপুর পৌরসভার ডাস্টবিন গাড়ি বিক্রি করতে গিয়ে গ্রেফতার এক যুবক
আরও পড়ুন : মেদিনীপুর শহরে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই কিশোরের
তিনি বলেন, “যে দলটা গোষ্ঠী কোন্দল থেকে তৈরী সেটা কখনও গোষ্ঠী কোন্দল ছেড়ে থাকতে পারেনা। উনি নিজেও সেটা জানেন। কয়েকদিন আগে বিধায়ক শিউলি সাহাও বলেছিলেন। এটা কথার কথা সেটা সবাই জানেন। জুন মালিয়ার সাথেই দলের জেলা সভাপতিরই গোষ্ঠী রয়েছে।” পঞ্চায়েত নির্বাচনের আগে সকলেই মরিয়া গোষ্ঠী কোন্দল মেটাতে। কারণ দলের সমস্ত নেতা কর্মীরা এক না হলে পঞ্চায়েত জয় কঠিন হবে বলেই মনে করছে শাসকদল।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Medinipur Sadar
– Biplabi Sabyasachi Largest Bengali