Electrocuted : সপ্তমীর দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বিদ্যুৎস্পিষ্ঠ হয়ে মৃত্যু চা দোকানির।পাশাপাশি বিদ্যুতের শক খেয়েছে আরও অনেকে। রবিবার সপ্তমীর দুপুরে এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৪ নং ওয়ার্ডে সেন্ট্রাল বাসস্ট্যান্ডে। মৃত ব্যক্তির নাম প্রদীপ দাস(৫২)।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সপ্তমীর দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বিদ্যুৎস্পিষ্ঠ হয়ে মৃত্যু চা দোকানির। পাশাপাশি বিদ্যুতের শক খেয়েছে আরও অনেকে। রবিবার সপ্তমীর দুপুরে এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৪ নং ওয়ার্ডে সেন্ট্রাল বাসস্ট্যান্ডে। মৃত ব্যক্তির নাম প্রদীপ দাস(৫২)। বাড়ি ৪ নং ওয়ার্ডের গাজীপুরে।
আরও পড়ুন : বোধনেই হাতির হানায় মৃত্যু পিড়াকাটায়
জানা যায়,মৃত প্রদীপ দাসের চায়ের দোকান ছিল চন্দ্রকোনা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে। দোকানের ভিতরেই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে লুটিয়ে পড়ে প্রদীপ দাস। তাকে উদ্ধার করে এবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। স্থানীয়দের দাবি,চা দোকানি প্রদীপ দাস ছাড়াও বাসস্ট্যান্ডে থাকা আরও অনেকে বিদ্যুতের শক খেয়েছে।
Electrocuted
আরও পড়ুন : হাতির গতিপথে বাধা ঝাড়গ্রামের হুলা টিমের, নদীতে আটকে চালানো হল অত্যাচার!
কারণ হিসাবে স্থানীয়দের অভিযোগ,সেন্ট্রাল বাসস্ট্যান্ডের অফিস থেকে পাশেই থাকা তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC র একটি কার্য্যালয়ে তার বেয়ে লোহার রেলিংয়ের উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ গেছে। হয়তো সেই তার বৃষ্টির জেরে বা অন্য কোনও কারণে বাসস্ট্যান্ড চত্বর জুড়ে থাকা ওই লোহার রেলিংয়ে বিদ্যুতের তার থেকে সংযোগ হয়ে যায় গোটা রেলিংয়ে।
আরও পড়ুন : সম্প্রীতির নজির! হিন্দু-মুসলিম মিলেই পুজোর প্রস্ততি ঘাটালে
আরও পড়ুন : মেদিনীপুরে এক মাঠের দুই প্রান্তে দুই পুজো, উদ্বোধনে হাজির শুভেন্দু-ভারতী ও জুন মালিয়া
এই লোহার রেলিংয়ের পাশেই রয়েছে সারিসারি বিভিন্ন দোকান।আর তার জেরে চা দোকানি প্রদীপ দাস বাদেও আরও যাদের হাত পড়েছে ওই লোহার রেলিংয়ে তারাও শক খেয়েছে বলে দাবি তাদের,যদি তাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি,মৃত চায়ের দোকানি প্রদীপ দাসের দোকানে কোনও বিদ্যুৎ সংযোগ ছিলনা তাহলে কি করে বিদ্যুৎস্পৃষ্ঠ হতে পারে।
এই ঘটনার জন্য দায়ি করছে সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে অসতর্ক ভাবে INTTUC কার্য্যালয়ে তার বেয়ে বিদ্যুৎ সংযোগ নিয়ে যাওয়া বা তা রক্ষণাবেক্ষণ না হওয়াকে। যদিও এবিষয়ে চন্দ্রকোনা শহর INTTUC র সভাপতি রিন্টু খাঁড়া জানান,”ঘটনা খুবই দুঃর্ভাগ্যজনক, তবে কি কারণে ঘটেছে তা দেখতে হবে।” সপ্তমীর দিন এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে।
আরও পড়ুন : নিষিদ্ধ থার্মোকল, শারদোৎসবে হতাশ শিল্পীরা
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে চলন্ত বাসে আগুন, বাসের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আহত ২
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Electrocuted
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper