Midnapore Railway Station : মেদিনীপুর রেল স্টেশনে ট্রেন ধরে শালবনীতে যাওয়ার জন্য হাজির হয়েছিলেন বছর ২৭ এর এক মহিলা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে ওই মহিলার সঙ্গে আরো দুই সন্তান ছিল। সিঁড়িতে উঠার সময় হঠাৎ প্রসব যন্ত্রণা। সিঁড়ির ওপরেই সন্তান প্রসব করলেন মহিলা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ছুটলেন আরপিএফ কর্মীরা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর রেল স্টেশনে ট্রেন ধরে শালবনীতে যাওয়ার জন্য হাজির হয়েছিলেন বছর ২৭ এর এক মহিলা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে ওই মহিলার সঙ্গে আরো দুই সন্তান ছিল। সিঁড়িতে উঠার সময় হঠাৎ প্রসব যন্ত্রণা। সিঁড়ির ওপরেই সন্তান প্রসব করলেন মহিলা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ছুটলেন আরপিএফ কর্মীরা।
আরও পড়ুন : “২০১১ এর আগে কোথায় ছিলেন বাবুসোনা?” দাসপুরের সভায় অভিষেক ব্যানার্জীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর
ঘটনা রবিবার দুপুর দুটো নাগাদ মেদিনীপুর স্টেশনে। ডাকনাম বুবু নামের ওই মহিলা জানায়, তিনি চন্দ্রকোনা রোড এলাকায় থাকেন। মেদিনীপুরে কোন কাজে হাজির হয়েছিলেন। তার সঙ্গে এক নাবালক ও নাবালিকা দুই সন্তান ছিল। সন্তানসম্ভবা ওই মহিলা গোমো প্যাসেঞ্জার ট্রেন ধরার জন্য মেদিনীপুর স্টেশনে যখন সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মের ওভার ব্রীজে ওঠার চেষ্টা করছিলেন সেই সময় তার প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়।
আরও পড়ুন : তৃণমূলের মিছিল থেকেই তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমা মারার অভিযোগে শোরগোল দাঁতনে
Midnapore Railway Station
সেইখানেই সিঁড়ির পাশে বসে গিয়ে তার সন্তান প্রসব হয়। দেখতে পেয়ে দ্রুত আরপিএফের মহিলা কর্মীরা হাজির হয়ে যান। তারাই উদ্যোগ নিয়ে ফোন করেন ১০২ অ্যাম্বুলেন্সে। কিন্তু অ্যাম্বুলেন্স জানায় দু ঘন্টা সময় লাগবে। ততক্ষণে আরপিএফ এর মহিলা কর্মীরা শাড়ি দিয়ে ওই স্থানটি ঘিরে দেন।
আরও পড়ুন : অমানবিক! মেদিনীপুরে রক্তাক্ত অবস্থায় বাস থেকে নেমে পড়ে রইলেন ৫ ঘন্টা, হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ
আরও পড়ুন : মানবিক মুখ পশ্চিম মেদিনীপুরের যুবকের! ফিরিয়ে দিলেন সোনার গয়না, অর্থ সমেত যাত্রীর ব্যাগ
এরপরেই নিজেরাই উদ্যোগ নিয়ে অন্য অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালের দিকে রওনা দেয়। মেদিনীপুর স্টেশন এরআরপিএফ অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর প্রসেনজিৎ করঞ্জাই বলেন, “আমরা ১০২ দিয়ে ফোন করেছিলাম কিন্তু উনারা অনেকের সময় লাগবে বলতে আমরা নিজেরাই নিজস্ব খরচে অ্যাম্বুলেন্স সংগ্রহ করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মা ও তার পুত্র সন্তান সকলে সুস্থ রয়েছে।”
আরও পড়ুন : বন দফতরের অনুমতি ছাড়া কেশপুরে কাটা হলো গাছ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Railway Station
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper