Paschim Medinipur : নিজের দলের বিরুদ্ধে মন্তব্য করে শোরগোল ফেললেন তৃণমূলের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত। তিনি বলেন, “খারাপ লোকেদের কথা শুনছে দল।যারা লুটেপুটে খাচ্ছে, ট্যাকশালে টাকা ছাপাচ্ছে, দুর্নীতির সাথে জড়িত, তাদের কথাই শুনছে দল। এমন হলে তো দল করা যাবে না!” বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই অসস্তিতে শাসকদল।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নিজের দলের বিরুদ্ধে মন্তব্য করে শোরগোল ফেললেন তৃণমূলের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত। তিনি বলেন, “খারাপ লোকেদের কথা শুনছে দল।যারা লুটেপুটে খাচ্ছে, ট্যাকশালে টাকা ছাপাচ্ছে, দুর্নীতির সাথে জড়িত, তাদের কথাই শুনছে দল। এমন হলে তো দল করা যাবে না!” বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই অসস্তিতে শাসকদল।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণারোডে বীজ ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকায় চাঞ্চল্য
শোকজ করলো রাজ্য নেতৃত্ব। জানা গিয়েছে, গত শুক্রবার শালবনীতে একটি কর্মী সভা করছিলেন পশ্চিম মেদিনীপুরে শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বর্তমান প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত। সেই কর্মী সভাতে কর্মীদের সামনে নিজের মনের মধ্যে লুকিয়ে রাখা একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন। শ্রীকান্ত মাহাত কর্মীদের সামনেই মন্তব্য করেন, “বাইরে থেকে জুন, নুসরত, মিমি, সন্দীপ সিংহ, নেপাল সিংহ উত্তরা সিংহরা লুটেপুটে খাচ্ছে।
Paschim Medinipur
ওরাই দলের সম্পদ, ওদের মত খারাপ লোকেদেরই কথা শুনছে দলের শীর্ষ নেতারা। এরা যদি দলের সম্পদ হয় তাহলে মন্ত্রিত্ব চলে গেলেও ক্ষতি নেই। এমন করলে তো দল করা যাবে না। ওরাই টাকা ছাপিয়ে চলেছে। এরা চুরি করে যাবে আমাদের চুপ থাকতে হবে। দল চোরেদের কথাই শুনবে। আজ সবাই বলছে ক্যাবিনেটের মন্ত্রীরা চোর। এমন হলে দল ছেড়ে দিয়ে আশ্রমে চলে যেতে হবে।”
কর্মীসভার এই মন্তব্যর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সেই ভিডিও রাজ্য নেতৃত্বদের কাছে পৌঁছায়৷ সাথে সাথে পদক্ষেপ। তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, “এ ধরনের মন্তব্য করার জন্য তাকে শোকজ করা হয়েছে। অবিলম্বে দল ব্যাখ্যা চেয়েছে তার কাছ থেকে ৭ দিনের মধ্যে৷ যেই হোক দল কাউকে ছেড়ে কথা বলে না। এটাই আমাদের দলের সিস্টেম।”
আরও পড়ুন : নালা উপচে বৃষ্টির জল ঢুকল কাউন্সিলরের বাড়িতে, ডুবল মেদিনীপুর শহরের অলিগলি
আরও পড়ুন : রাজ্যস্তরে ক্যুইজ প্রতিযোগিতায় নজর কাড়া সাফল্য মেদিনীপুর রয়্যাল অ্যাকাডেমি’-র
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper