ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সরকারি প্রকল্পের খোঁজ খবর নিতে ব্লক আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন জেলা শাসক। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ছিল এই বৈঠক। বৈঠকে মাটির সৃষ্টি, আবাস যোজনা, স্বনির্ভর গোষ্ঠী, কৃষি দফতর, উদ্যান পালন, কন্যাশ্রী, অঙ্গনওয়াড়ি, স্বাস্থ্যকেন্দ্র-সহ একাধিক প্রকল্প ও কাজের পর্যালোচনা হয়।
নারায়ণগড় ব্লকের ষোলটি পঞ্চায়েত এলাকার কাজের বিষয়ে খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন। প্রশাসন সূত্রে খবর, পরিসংখ্যান অনুযায়ী স্কুল ছুট ও বাল্য বিবাহ ব্লকের খুড়শীতে বেশি। সে নিয়ে বিশেষ নির্দেশ দেওয় হয়। ওই এলাকার একটি পঞ্চায়েত আবাস যোজনা প্রকল্প রূপায়নে পিছিয়ে থাকার পরিসংখ্যান পেয়েছেন জেলা শাসক।
তা নিয়েও পঞ্চায়েতকে বিশেষ নির্দেশ দিয়েছেন তিনি। নারায়ণগড় ব্লকে কোনও জল স্বপ্ন প্রকল্প না হওয়ায় একফসলী চাষ হয়। জল স্বপ্ন প্রকল্প গড়ে তোলা ও বেশি করে মাটির সৃষ্টি প্রকল্পে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। ব্লকে পর্যালোচনা বৈঠকের পর নব নির্মিত বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের কাজ পরিদর্শন করেন।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে কুরুমবেড়া দুর্গ ও মোগলমারি বৌদ্ধবিহার পরিদর্শন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির
উল্লেখ্য, গত ১৭ মে পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী জুলাই মাসে হাসপাতাল উদ্বোধনের কথা জানিয়েছিলেন। কিন্তু জেলা শাসক এদিন পরিদর্শনের পর বলেন, “এখনও কিছুটা কাজ বাকি আছে। সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে দ্রুত হাসপাতাল চালুর পদক্ষেপ নেওয়া হবে। ওটি, লিফট-সহ কয়েকটি কাজ বাকি আছে। আগামী একমাসের মধ্যে চালু হয়ে যাবে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper