Elephant Attack : ফের হাতির হামলা শালবনীতে। খাবারের খোঁজে ভাঙল মাটির বাড়ি। ঘটনাটি সোমবার ভোরে ভীমপুরের হাতিলোট গ্রামে। তবে রক্ষা পেয়েছেন বাড়ির সদস্যরা। বর্ষার আগে বাড়ির ছাউনি ও দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ায় চিন্তায় পরিবার।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের হাতির হামলা শালবনীতে। খাবারের খোঁজে ভাঙল মাটির বাড়ি। ঘটনাটি সোমবার ভোরে ভীমপুরের হাতিলোট গ্রামে। তবে রক্ষা পেয়েছেন বাড়ির সদস্যরা। বর্ষার আগে বাড়ির ছাউনি ও দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ায় চিন্তায় পরিবার। সোমবার ভোরে শালবনীর হাতিলোট গ্রামে ঘনপতি মাহাতোর বাড়িতে এই হামলা চালিয়েছে একটি দলছুট হাতি।
আরও পড়ুন : ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দেশে পঞ্চম স্থান অর্জন করল মেদিনীপুর বিদ্যাসাগর শিশু নিকেতনের অর্চিষ্মান
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েকদিন ধরেই দল বিচ্ছিন্ন হাতি ইতিউতি ঘুরছে। এদিন ভোরে একটি হাতি হঠাৎ হাতিলোট গ্রামের ভেতরে প্রবেশ করে খাবারের খোঁজে। বৃষ্টির সময় গ্রামের লোকেরা তখন বেশিরভাগই গভীর ঘুমে। হঠাৎ স্থানীয় বাসিন্দা ঘনপতি মাহাতোর বাড়ি ভাঙার শব্দ হতে থাকে। লক্ষ্য করেন একটি হাতি তার মাটির বাড়ির দেওয়াল ও টালির ছাউনি ভাঙছে। ততক্ষণে বাড়ির লোকেরা সাবধান হয়ে সরে যান।
আরও পড়ুন : ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষায় মেদিনীপুর Royal Academy-র পড়ুয়াদের নজরকাড়া সাফল্য
হাতিটি বাড়ির সামনের দেওয়াল ভেঙে ভেতরে থাকা খাবারের খোঁজ চালায়। পরে গ্রামবাসীদের তাড়াতে জঙ্গলে ফিরে যায় হাতিটি। স্থানীয়রা জানিয়েছেন, এই মুহুর্তে জঙ্গলে খাবার তেমন পাচ্ছে না হাতি, মাঠেও কোনো ফসল নেই ৷ তাই খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ করছে। বন দফতর পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে হাতিটিকে অন্যত্র সরানোর।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore