Kangsabati Railway Bridge : মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীর উপর রয়েছে রেল ব্রিজ। সেই ব্রিজে কর্তব্যরত অবস্থায় এক্সপ্রেস ট্রেন পাস করানোর সময় নদীর জলে পড়ে গেলেন রেলওয়ে ট্র্যাকম্যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুড়গুড়িপাল থানার ওসি শুভঙ্কর রায় সহ অন্যান্য পুলিশকর্মীরা ও রেলওয়ে পুলিশ। শুরু হয় তল্লাশি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বাড়িতে বসেই কেদারনাথ দর্শন। পেনসিল কেটে তৈরি হল কেদারনাথের মন্দির। এমনই এক কেদারনাথের মন্দির গড়ে তাক লাগাল পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার শুভজিৎ প্রামাণিক। উচ্চতা ৫ সেন্টিমিটার চওড়া ৩.৫ সেন্টিমিটার আর তার মধ্যেই রয়েছে সুক্ষভাবে মন্দিরের কারুকার্য।
আরও পড়ুন : কংসাবতী রেলওয়ে ব্রিজের ওপর থেকে নদীতে পড়ে নিখোঁজ ট্র্যাকম্যান, শুরু তল্লাশি
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ড রঘুনাথপুরের যুবক শুভজিৎ প্রামাণিক। ছোট বেলা থেকে লেখাপড়ার মাঝে ছিল ছবি আঁকার ইচ্ছে। বর্তমানে ইংরেজিতে স্নাতক এবং বিএড সম্পন্ন করে বাড়ি থেকে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি মাইক্রো আর্টের কাজ চালিয়ে যাচ্ছে জোরকদমে।প্রায় দু-আড়াই বৎসর ধরে মাইক্রো আর্টের কাজ শুরু করেছে শুভজিৎ।
আরও পড়ুন : বর্ষাকালে জলনিকাশি সমস্যা মেটাতে তৎপর মেদিনীপুর পুরসভা, গুরুত্ব মহানালা সংস্কারেও
Kedarnath Temple
এর আগেও শুভজিৎ বেশ কয়েকটি হাতের সুদক্ষ কাজ করে তাক লাগিয়েছিল। লেট পেন্সিল কেটে বানিয়েছিল ক্ষুদ্রতম অশোক স্তম্ভ। আর তাতে তার ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নামও উঠেছিল।এমনকি করোনার সময় পেপার কাটিং করে এঁকেছিল একই মেড়ে দুর্গা সহ লক্ষ্মী,সরস্বতী, কার্তিক ও গনেশ।শুধু তাই নয় শুভজিতের বাড়িতে সুন্দর সুন্দর হাতের কাজের ছড়াছড়ি।
আরও পড়ুন : স্কুলে পড়ুয়ার সংখ্যা ৫ জন, শিক্ষিকার দুর্ব্যবহারের জেরেই স্কুল বন্ধের উপক্রম পশ্চিম মেদিনীপুরে
তিনি বলেন, দুবছর করোনার জেরে বন্ধ ছিল কেদারনাথ যাত্রা। এবছর পুনরায় তা চালু হয়েছে।দীর্ঘদিন ধরে কেদারনাথ যাওয়ার ইচ্ছে। যাওয়া কবে হবে জানে না সে , কিন্তু বাড়িতে বসেই নিজের হাতে বানিয়ে ফেললেন কেদারনাথ মন্দির।প্রায় ৮ ঘন্টার প্রচেষ্টায় তৈরী হয় হুবহু কেদারনাথ মন্দির।আর এই কেদারনাথের কারুকার্য তাক লাগিয়েছে এলাকার মানুষজনকে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kedarnath Temple
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore