ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বেআইনিভাবে বাড়িতে সাপ রাখায় এক ব্যক্তিকে গ্রেফতার করল বন দফতর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর সংলগ্ন আবাসের ভালুকখুলিয়া এলাকায়। স্থানীয়দের কাছে বন দফতর জানতে পেরেছিল ওই ব্যক্তি সাপ কোনো স্থান থেকে ধরে বাড়িতে রেখেছেন।
সাপ খেলা দেখিয়ে রোজগার বা অন্য কোনো উদ্দেশ্য ছিল তার। সাপগুলি বিষধর গোখরো বলে জানান বনদফতরের কর্মীরা। মেদিনীপুর বনবিভাগের কর্মীরা বুধবার বিকালে তার বাড়িতে হানা দেয়। বাড়ি থেকে ঝুড়ির ভিতরে রাখা গোখরো সাপ ও সাপের ডিম উদ্ধার করে। গ্রেফতার করা হয় তাকে।
ধৃত ব্যক্তির নাম বনমালী লায়েক। দুটি গোখরো সাপ ও ১৮ টি সাপের ডিম উদ্ধার করে। পরে বনমালীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তাকে মেদিনীপুর আদালতে তোলা হবে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore