ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ফের অভিযানে নেমে পশ্চিম মেদিনীপুরে সিল করল একাধিক অবৈধ কাঠ চেরাই মিল। বেআইনি গাছ কাটা এবং পাচার নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই জেলায় বড়সড়ো অভিযানে নামে বন দফতরের মেদিনীপুর বনবিভাগ। জেলায় যত্রতত্র গজিয়ে উঠেছে অবৈধ কাঠ চেরাই মিল।
বিনা লাইসেন্সে চলছিল এতদিন। যা নিয়ে প্রশ্নও তুলছেন অনেকে। তাদের প্রশ্ন, এতদিন কিভাবে চলছিল মিলগুলি? বন দফতর সূত্রে জানা গিয়েছে, লাগাতার অভিযান চালিয়ে জেলায় প্রায় 70 টি কাঠ মিল সিল করে বহু কাঠের গুঁড়ি (লগ) বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার শালবনী ও চন্দ্রকোনা এলাকায় 5 টি মিল সিল করেছে। তার মধ্যে মেদিনীপুর বনবিভাগের আড়াবাড়ি রেঞ্জের শালবনীতে 2 টি, চন্দ্রকোনার ডুকিতে 1টি, পিড়াকাটা রেঞ্জের সিজুয়াতে 2 টি মিল সিল করেছে। কেউ গ্রেফতার না হলেও আইনি নোটিশ ধরানো হয়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সমস্ত কাঠ চেরাই মিলে অভিযান চলবে। অবৈধ মিলগুলি সিল করা হচ্ছে।