Madhyamik Result 2022 : মাধ্যমিকে সপ্তম ও অষ্টম হয়েছে রনিত সাউ (৬৮৭) ও দেবমাল্য নিয়োগী (৬৮৬)। দুজনেই মেদিনীপুর শহরের রামকৃষ্ণ মিশনের ছাত্র। রাজ্যের মধ্যে এক থেকে দশ-এ স্থান পাওয়ায় খুশি পরিবার, প্রতিবেশী সহ বিদ্যালয়ের শিক্ষকরাও।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে দ্বিতীয়, সপ্তম ও অষ্টম স্থান পেয়ে জেলার মুখ উজ্জ্বল করল ঘাটাল ও মেদিনীপুরের ছাত্ররা। এবছর ৭৯ দিনের মধ্যে বেরোল মাধ্যমিকের ফল। পরীক্ষার্থীদের সংখ্যা বেশি থাকলেও এবারে সাফল্যে কিছুটা পিছিয়ে মেয়েরা। রাজ্যে মোট পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭।
আরও পড়ুন : মাধ্যমিকে পশ্চিম মেদিনীপুরে প্রথম স্থানে ঘাটালের রৌনক
পাশের হার ৮৬.৬০ শতাংশ। রাজ্যের মধ্যে সাফল্যে প্রথম পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৭.৬৩ শতাংশ। তবে পশ্চিম মেদিনীপুর জেলার তিন ছাত্র রাজ্যে জায়গা করে নিয়েছে দ্বিতীয়, সপ্তম ও অষ্টম স্থানে। এবছর প্রায় ৫৮ হাজার মাধ্যমিক পরীক্ষার্থী ছিল পশ্চিম মেদিনীপুর জেলায়। পরীক্ষা কেন্দ্র হয়েছিল ২৫৭ টি। রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানাধিকারী রৌনক মন্ডল (৬৯২)। রৌনক ঘাটাল বিদ্যাসাগর স্কুলের ছাত্র।
আরও পড়ুন : জাতীয় স্তরে দৌড়ে সোনা, ব্রোঞ্জ ও রৌপ্য পদক ঝাড়গ্রামের গৃহবধূ নন্দিনীর
আরও পড়ুন : বদলি হলেন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলাশাসক
সপ্তম হয়েছেন ১০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৭। অষ্টম হয়েছেন ২২ জন। প্রাপ্ত নম্বর ৬৮৬। অন্যদিকে সপ্তম ও অষ্টম হয়েছে রনিত সাউ (৬৮৭) ও দেবমাল্য নিয়োগী (৬৮৬)। রনিত বাংলায় ৯৭, ইংরেজীতে ৯৭, গণিতে ১০০, ভৌত বিজ্ঞানে ৯৯, জীবন বিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৬ ও ভূগোলে ৯৯ নম্বর পেয়েছে। দেবমাল্য বাংলায় ৯৭, ইংরেজীতে ৯৭, গণিতে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯৪ ও ভূগোলে ১০০ নম্বর পেয়েছে। দুজনেই মেদিনীপুর শহরের রামকৃষ্ণ মিশনের ছাত্র। রাজ্যের মধ্যে এক থেকে দশ-এ স্থান পাওয়ায় খুশি পরিবার, প্রতিবেশী সহ বিদ্যালয়ের শিক্ষকরাও।
আরও পড়ুন : মেদিনীপুর সদরের চাঁদড়ার জঙ্গলে গাছ কেটে পাচার, ধৃত ১
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে চাঁদা তোলা নিয়ে জনতা-পুলিশ খন্ডযুদ্ধ, আহত দুপক্ষের একাধিক
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Madhyamik Result 2022
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore