UPSC Result Update : ইউপিএসসি (UPSC) পরীক্ষায় মেদিনীপুরের (West Bengal) সাফল্য। বাংলার মেয়ে স্থান পেলেন ২ নম্বরে। ৯৪ স্থান পেয়েছেন মেদিনীপুরের ইন্দ্রাশীস দত্ত। মেদিনীপুর শহরের বার্জটাউনের বাসিন্দা তিনি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিসের ফল ২০২১ প্রকাশিত হয়েছে। ইউপিএসসি (UPSC) পরীক্ষায় মেদিনীপুরের (West Bengal) সাফল্য। বাংলার মেয়ে স্থান পেলেন ২ নম্বরে। ৯৪ স্থান পেয়েছেন মেদিনীপুরের ইন্দ্রাশীস দত্ত। মেদিনীপুর শহরের বার্জটাউনের বাসিন্দা তিনি।
আরও পড়ুন : ৪০০ কৃষকের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ঝাড়গ্রামের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ২ মধ্যস্থতাকারীর বিরুদ্ধে
এর আগেও তিনি ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট সার্ভিসে ছিলেন। সেই সময় তিনি সারা ভারতের মধ্যে ৩১৮ স্থান পেয়েছিলেন। এই নিয়ে তৃতীয় বারের প্রস্তুতিতে তিনি ৯৪ তম স্থান দখল করেন। তাঁর বাবা গুরুপ্রসাদ দত্ত ইন্সুরেন্স কোম্পানির প্রাক্তন কর্মী। মা কৃষ্ণা দত্ত মেদিনীপুর মিশন গার্লস স্কুলের প্রাক্তন শিক্ষিকা। ছেলের সাফল্যে উচ্ছ্বসিত বাবা-মা।
আরও পড়ুন : ফল প্রকাশ হাইমাদ্রাসার, নজর কাড়া ফল মেদিনীপুর সদরের এলাহিয়া স্কুলের
তিনি বলেন, “খুব কঠিন জার্নি এটা। তাই সবসময় লেগে থাকতে হবে। কঠিন পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাওয়া যায়।”ইন্দ্রাশীস আরও বলেন, দিল্লীতে থেকে তিনি পড়াশুনো করতেন। প্রথম বারের প্রস্তুতিতে ইন্টারভিউ অবধি যেতে পেরেছিলেন। দ্বিতীয়বার সারা ভারতে ৩১৮ স্থান অর্জন করেছিলেন। তৃতীয়বার UPSC তে তিনি ৯৪ তম স্থান দখল করেন ।
আরও পড়ুন : দলের কর্মীর জমি দখল করে জোরপূর্বক তৃণমূলের পার্টি অফিস নির্মাণের অভিযোগ পশ্চিম মেদিনীপুরে
প্রসঙ্গত, ইউপিএসসি সিএসই প্রিলিমিনারি পরীক্ষা গত 10 অক্টোবর, ২০২১ এ অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর প্রকাশিত হয়েছিল। ২০২০ সালের ৭ থেকে ১৬ জানুয়ারি মেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এর ফলাফল ঘোষণা হয়েছিল ১ মার্চ, ২০২২ তারিখে। ছিল পরীক্ষার শেষ রাউন্ডের সাক্ষাৎকার শুরু হয়েছিল ৫ এপ্রিল। যা ২৬ মে শেষ হয়েছে। এরপরই ফলাফল ঘোষণা করল UPSC।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
UPSC Result
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore