Kharagpur : গত শুক্রবার (২৭ মে) মর্মান্তিক ওই পথ দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ৭ জন জওয়ানের মৃত্যু হয়। আহত হন আরও ১৯ জন। ওই জওয়ানদের মধ্যে ছিলেন পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরের বারবেটিয়া এলাকার বাসিন্দা বাপ্পা খুটিয়া। শুক্রবার গভীর রাতে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতে শোকের ছায় নেমে আসে গোটা খড়্গপুর শহর জুড়ে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : লাদাখের তুরতুক সেক্টরের নুবরায় বাস দুর্ঘটনায় মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের জওয়ানের । গত শুক্রবার (২৭ মে) মর্মান্তিক ওই পথ দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ৭ জন জওয়ানের মৃত্যু হয়। আহত হন আরও ১৯ জন। ওই জওয়ানদের মধ্যে ছিলেন পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরের বারবেটিয়া এলাকার বাসিন্দা বাপ্পা খুটিয়া। শুক্রবার গভীর রাতে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতে শোকের ছায় নেমে আসে গোটা খড়্গপুর শহর জুড়ে।
আরও পড়ুন : ৯৯ বছরে প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন রানি রূপমঞ্জরী দেবী
আজ রবিবার (২৯ মে) দুপুর ১২.৪৫ মিনিট নাগাদ খড়্গপুরের বারবেটিয়াতে এসে পৌঁছায় বাপ্পার কফিনবন্দী দেহ। (২৮মে) শনিবার রাতে কলকাতা বিমানবন্দরে আসার পরেই রবিবার তার নিথর দেহ নিয়ে আসা হয় খড়্গপুরের বাড়িতে। দেহ বাড়িতে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে রবিবার। তাঁকে শেষ বিদায় জানাযতে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ। একে একে সবাই শেষ শ্রদ্ধা জানান। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মৃত জওয়ানের দেহ তেরঙ্গা পতাকায় মুড়ে নিয়ে আসা হয় বাড়িতে। দেওয়া হয় গার্ড অফ অনার।
আরও পড়ুন : ৩২৮ জন দৌড়বিদদের নিয়ে মেদিনীপুরে অনুষ্ঠিত হল নাইট ম্যারাথন
Kharagpur
গত মাসেও যে ছেলে সুস্থভাবে বাড়িতে এসেছিল ,তার কফিনবন্দি দেহ দেখে নিজেরদের সামলাতে পারেননি পরিবারের সদস্যরা। চোখের জলে বাপ্পাকে শেষ বিদায় জানান এলাকাবাসী। দুপুর ২.৪৫ মিনিট নাগাদ খড়্গপুরে কৌশল্যার কালি মন্দির শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় বাপ্পার মরদেহ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাপ্পাকে গান স্যালুটে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তারপরেই সম্পন্ন হয় শেষকৃত্য। প্রসঙ্গত, ২০০৯ সালে সেনা বাহিনীতে যোগ দেয় বাপ্পাদিত্য। ২০১৩ সালে বিয়ে হয় তাঁর।
আরও পড়ুন : রাতের অন্ধকারে পশ্চিম মেদিনীপুরে ভাঙা হল লেনিনের মূর্তি, সোচ্চার বাম কর্মীরা
তাঁর ১১ মাসের একটি মেয়ে আছে। ছুটিতে এসেছিলেন বাড়িতে। ছুটি কাটিয়ে গত ২৭ এপ্রিল সেনাবাহিনীতে ফিরে গিয়েছিলেন বাপ্পা। সম্প্রতি গুজরাট থেকে সিয়াচেনে পোস্টিং হয় তাঁর। সিয়াচেন যাওয়ার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ক নদীতে পড়ে যায় সেনাবাহিনীর গাড়িটি।ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩২ বছরের জওয়ানের। মা – বাবা ছাড়াও স্ত্রী ও ১১ মাসের কন্যাসন্তানকে রেখে গেলেন বাপ্পা। যদিও ছেলের এই মৃত্যু মেনে নিতে পারছেন না মা। আর মেয়েকে কোলে নিয়ে বারে বারে মূর্ছা যাচ্ছেন বাপ্পার স্ত্রী।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kharagpur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore