Lottery : মহিষদা গ্রামের যুবক সুরজিৎ চন্দ্র দিনের পর দিন লটারির টিকিট কেটে সর্বশান্ত হয়ে যায়। অবশেষে সে বেছে নেয় আত্মহত্যার পথ। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সুরজিৎ। অপর দিকে ডিমারির পাকুড় গ্রামের ফুটপাতে মাছ বিক্রি করে মৎসজীবী শক্তি বর্মন। দিন আনা দিন খাওয়া ঐ মৎস্যজীবী লটারীতে এক কোটি টাকা পান।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার রুঘুনাথপুর ১ নাম্বার গ্রাম পঞ্চায়েতের ডিমারির মহিষদা গ্রামের যুবক সুরজিৎ চন্দ্র দিনের পর দিন লটারির টিকিট কেটে সর্বশান্ত হয়ে যায়। অবশেষে সে বেছে নেয় আত্মহত্যার পথ। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সুরজিৎ।
অপর দিকে ডিমারির পাকুড় গ্রামের ফুটপাতে মাছ বিক্রি করে মৎসজীবী শক্তি বর্মন। দিন আনা দিন খাওয়া ঐ মৎস্যজীবী লটারীতে এক কোটি টাকা পান। খুশির হাওয়া শক্তি বাবুর পরিবারে।শক্তি বাবু জানিয়েছেন, তিনি লটারীতে এক কোটি টাকা পেয়ে ভীষণ খুশি। সেই সঙ্গে লটারী কেটে নিঃস্ব হয়ে আত্মহত্যার ঘটনাকে দুঃখ জনক বলেই জানান তিনি।
আরও পড়ুন : ফের মেদিনীপুর সদর ও শালবনীর জঙ্গল থেকে পাচার শাল গাছ, বন দফতরের নজরদারি নিয়ে প্রশ্ন
আরও পড়ুন : গৃহবধূর উপর অ্যাসিড হামলার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, ধৃত স্বামী
শক্তি বাবু বলেন লোভ আর নেশা ভালো না। লোভ আর মানুষকে বিপথে পরিচালিত করতে পারে আর শেষে মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। কোনো জিনিসের নেশা ভালো না। এক পরিবারে খুশির হাওয়া,অন্য পরিবারে বিষাদের ছায়া।মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ এলাকা।
আরও পড়ুন : কৃষকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ! রাস্তা অবরোধ করে বিক্ষোভ মেদিনীপুর সদরে
আরও পড়ুন : গৃহবধূর উপর অ্যাসিড হামলার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, ধৃত স্বামী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Lottery
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore