Farmers Protest : প্রায় দেড় বছর ধরে শতাধিক কৃষকরা তাদের প্রাপ্য প্রায় দেড় কোটি টাকা না পেয়ে বৃহস্পতিবার দুপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। সামাল দিতে ছুটে যেতে হল পুলিশকে।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কৃষকদের বিশ্বাস অর্জন করে মোটা টাকার ধান কিনে নিয়েছিল ধারে। প্রতিশ্রুতি মত কৃষকদের নির্দিষ্ট সময়ে টাকা দেওয়ার সময় ফেরার ধান গোডাউনের মালিক মোক্তার হোসেন। প্রায় দেড় বছর ধরে শতাধিক কৃষকরা তাদের প্রাপ্য প্রায় দেড় কোটি টাকা না পেয়ে বৃহস্পতিবার দুপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। সামাল দিতে ছুটে যেতে হল পুলিশকে।
আরও পড়ুন : স্কুল বন্ধ থাকলেও ‘দুয়ারে সরকার’ শিবিরে ডাক ‘কন্যাশ্রী’দের! মেদিনীপুর সদরের ঘটনায় বিতর্ক
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার অন্তর্গত নয়াগ্রাম এলাকায়। ওই এলাকার ধান ব্যবসায়ী মোক্তার হোসেন। মেদিনীপুর সদরের নয়াগ্রাম, বেনাশুলি মুড়াকাটা সহ বিভিন্ন গ্রামের কৃষকরা মোক্তারকে ধান বিক্রি করেন। গত তিন বছরের বেশি সময় ধরে এই ব্যবসায় কৃষকদের সাথে একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি করে নিয়েছিল সে। গত দেড় বছর আগে শতাধিক কৃষকের কাছে মোটা টাকায় ধান কিনে নিয়েছিল সে। ওই সময়ের মূল্যের তুলনায় একটু বেশি মূল্যে ধান কিনেছিল ব্যবসায়ী মোক্তার।
আরও পড়ুন : বেআইনি ভাবে মজুত গাছ! পশ্চিম মেদিনীপুরে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করল বন দফতর
ধারে দিলেও একটু বেশি মূল্য পাবে এই আশাতে বহু চাষি তার কাছে ধান বিক্রি করেছিলেন। কিন্তু টাকা দেওয়ার নির্দিষ্ট সময়ে তাঁর কাছে টাকা চাইতে গিয়ে চাষিদের হয়রান হতে হয়। টাকা দেওয়ার জন্য বিভিন্ন সময় দিলেও সেই টাকা না মিটিয়ে এড়িয়ে যায় মোক্তার হোসেন। স্থানীয় কৃষক বিলাস দে বলেন, “দীর্ঘ পুরনো সম্পর্ক মোক্তার হোসেনের সঙ্গে। এর আগে নির্দিষ্ট সময়ে টাকা মিটিয়ে দিয়েছে সে। কিন্তু এবার মোটা টাকায় ধান কিনে আর টাকা দিচ্ছে না। আমার মত অনেক কৃষক দেড় বছর ধরে হয়রান হচ্ছে।
আরও পড়ুন : পূর্ব মেদিনীপুরে চাষের জমিতে বেআইনি ভেড়ি তৈরি বন্ধ করল প্রশাসন
আমি লক্ষাধিক টাকা পাব। আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি এ টাকা আদায় করতে। টাকা না পেলে রাস্তা অবরোধ করে আন্দোলন চালিয়ে যাব।” বিলাসের মত অনেক কৃষক বৃহস্পতিবার নয়াগ্রাম এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে সেখানে ছুটে আসে গুড়গুড়িপাল থানার পুলিশ। বিক্ষোভকারীদের সামাল দেওয়ার চেষ্টা করে। বিক্ষোভকারী কৃষক শান্তিপদ চালক বলেন, “এর আগে যতবার ধান বিক্রি করেছি নির্দিষ্ট সময়ে ও টাকা দিয়ে দিয়েছে।
আরও পড়ুন : মাটির সৃষ্টি প্রকল্পে লাগানো ৫ হাজার গাছ চুরির অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, তদন্তে পুলিশ
কিন্তু এবার কৃষকদের প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করে সরে পড়েছে। আমরা জানতে পেরেছি এই টাকা নিজের আত্মীয়দের অ্যাকাউন্টে সরিয়ে দিয়ে এখানে-ওখানে পালিয়ে বেড়াচ্ছে সে। আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি। পুলিশ অবিলম্বে ওর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমাদের টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করে দিক।” পরিস্থিতি দেখে গুড়গুড়িপাল থানার পুলিশ কৃষকদের শান্ত করে অভিযুক্ত মোক্তার হোসেনের বাড়িতে হাজির হয়। বিক্ষোভ ও পুলিশের খবর পেয়ে মোক্তার হোসেন ফেরার হয়ে যায় বাড়ি থেকে। তার খোঁজ শুরু করেছে পুলিশ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Farmers Protest
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore