Trees Confiscated : বেআইনিভাবে গাছ মজুত রাখায় বাজেয়াপ্ত করল বন দফতর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের চড়কা এলাকায়। আর তারই খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালালো বন দফতরের মেদিনীপুর বন বিভাগের আধিকারিক ও পুলিশ।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বেআইনিভাবে গাছ মজুত রাখায় বাজেয়াপ্ত করল বন দফতর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের চড়কা এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকায় রাস্তার পাশেই বেশকিছু গাছ মজুত করা ছিল। আর তারই খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালালো বন দফতরের মেদিনীপুর বন বিভাগের আধিকারিক ও পুলিশ। বাজেয়াপ্ত করে গাছগুলি।
আরও পড়ুন : পূর্ব মেদিনীপুরে চাষের জমিতে বেআইনি ভেড়ি তৈরি বন্ধ করল প্রশাসন
আরও পড়ুন : মাটির সৃষ্টি প্রকল্পে লাগানো ৫ হাজার গাছ চুরির অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, তদন্তে পুলিশ
তবে কে কারা রেখেছিল, তার কোন হদিস এখনো মেলেনি। সম্প্রতি গাছ পাচার ও অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগে তোলপাড় পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর জেলায়। গড়বেতায় গাছ কাটা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীও। জেলায় গাছ কাটা নিয়ে এখন পর্যন্ত মোট গ্রেফতার সাতজন। তারপর থেকে কড়া নজরদারি চালাচ্ছে বন দফতর, পুলিশ ও প্রশাসন। সূত্রের খবর, চড়কা এলাকায় দুয়ারে সরকার শিবিরের পরিদর্শনে গিয়েছিলেন কেশপুর বিডিও দীপক কুমার ঘোষ। তখনই তাঁর নজরে আসে বিষয়টি।
আরও পড়ুন : মর্মান্তিক! পশ্চিম মেদিনীপুরে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু যুবকের
তিনি বন দফতরে জানিয়েছিলেন। বিডিও জানিয়েছেন, ওখানে বেআইনি ভাবে অনেক গুলো গাছ মজুত থাকার অভিযোগ পেয়েছিলাম। সেই মতো বনদফতরকে জানানো হয়েছিল। গাছগুলি বাজেয়াপ্ত করে। বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, আমরা খবর পেয়ে অভিযান চালিয়েছিলাম। সেখান থেকে নিম, শিরীষ সহ বিভিন্ন পনেরো-কুড়িটি গাছ উদ্ধার করা হয়েছে। কে বা কারা রেখেছে জানা যায় নি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Trees Confiscated
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore