Paschim Medinipur : পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার হাটপাড়া এলাকার ঘটনা।আদালতের নির্দেশে ভাঙা হল সবজি বিক্রেতা বৃদ্ধার বাড়ি। অসহায় বৃদ্ধার পুনর্বাসনের আশ্বাস পৌরসভার।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আদালতের নির্দেশে ভাঙা হল সবজি বিক্রেতা বৃদ্ধার বাড়ি। অসহায় বৃদ্ধার পুনর্বাসনের আশ্বাস পৌরসভার। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার হাটপাড়া এলাকার। জানা যায় ক্ষীরপাই পৌরসভার হাটপাড়া এলাকার বাসিন্দা তারক বাহাদুর কয়েক মাস আগে আদালতের দ্বারস্থ হন।
আরও পড়ুন : জঙ্গলমহলে অশান্ত পর্বের বিদ্যুৎ বিল নিয়ে ফাঁপড়ে মেদিনীপুর সদরের জঙ্গল ঘেরা গ্রামবাসীরা
অভিযোগ,তারক বাহাদুরের রায়ত জায়গা বেআইনি ভাবে জবর দখল করে বাড়ি করে আছেন যামিনী বালা মন্ডল নামে এক বৃদ্ধা। সেই জায়গা তারক বাহাদুর ফেরতের জন্য ঘাটাল মহকুমা আদালতের দ্বারস্থ হন। অবশেষে আদালতের রায়ে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়। এদিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ঘটনার স্থলে উপস্থিত ছিলেন আদালতের নাজিববাবু ও চন্দ্রকোনা থানার পুলিশ।
আরও পড়ুন : অভিষেকের হাত ধরে অর্জুনের ঘরে ফেরা, মেদিনীপুরে উৎসব যুবশক্তির
ভেঙে দেওয়া হয় যামিনী বালা মন্ডল এর টিনের ছাউনি মাটির বাড়ি। স্থানীয় সূত্রেত খবর তারক বাবুর পূর্ব পুরুষেরা ওই যামিনী বালা মন্ডলকে তাদের জায়গাতে বাড়ি নির্মাণ করে থাকতে দিয়েছিলেন কিন্তু তারক বাবুর পূর্ব পুরুষরা পরলোক গমন করায় বর্তমানে সেই জায়গার মালিক হন তারক বাহাদুর। তাই তারক বাহাদুর সেই জায়গা দখল নেওয়ার জন্যই আদালতের দ্বারস্থ হন। যদিও বাড়ি ভেঙে দেওয়ার পর অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়েছ ক্ষীরপাই পৌরসভা।
আরও পড়ুন : কোলাঘাটে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ পার্থ ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore