Blood Cancer : ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রথম শ্রেণীর ছাত্রকে বাঁচাতে অর্থ সংগ্রহে পথে নামলেন শিক্ষকরা। এক মাসের বেতন তুলে দিলেন প্রাথমিক শিক্ষক তথা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিশুই। এমনকি ভবিষ্যতেও কোনোরকম সাহায্য সহযোগিতা প্রয়োজন হলে তিনি পাশে থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সাহায্যের আবেদন জানান বহুজন।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রথম শ্রেণীর ছাত্রকে বাঁচাতে অর্থ সংগ্রহে পথে নামলেন শিক্ষকরা। পাশাপাশি পিকুর পরিবারের হাতে নিজের এক মাসের বেতন তুলে দিলেন প্রাথমিক শিক্ষক তথা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিশুই। সোমবার সংসদ অফিসে পরিবারের হাতে ৫১ হাজার ৭৯০ টাকা এক মাসের বেতন তুলে দেন।
জানা গিয়েছে, গড়বেতা ২ ব্লকের গোয়ালতোড়ের বুলানপুর গ্রামের ছয় বছরের শিশু রিকেশ নন্দন ওরফে পিকু ব্লাড ক্যান্সারে আক্রান্ত। পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল। যা ছিল তাতে কোনরকমে প্রাথমিক চিকিৎসা করিয়েছেন। তারপরও বড় চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়ে পড়ে। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সাহায্যের আবেদন জানান বহুজন।
আরও পড়ুন : বছর ঘোরার পরেও ঘাটালের মনসুকায় ভগ্ন নদীবাঁধ, রাস্তা মেরামত না হওয়ায় ব্যাপক ক্ষোভ
তারপরই প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিশুই তিনি তার এক মাসের বেতনের টাকা তুলে দেন ওই পরিবারের হাতে। এমনকি ভবিষ্যতেও কোনোরকম সাহায্য সহযোগিতা প্রয়োজন হলে তিনি পাশে থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন। অন্যদিকে পিকুকে বাঁচাতে পথে নেমেছেন শিক্ষকরা।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রী আসার আগে মেদিনীপুরে কলেজ মাঠের নিরাপত্তা খতিয়ে দেখলেন আধিকারিকরা, তৈরি হচ্ছে হেলিপ্যাড
মেদিনীপুর শহরের বিভিন্ন মোড়ে অর্থ সংগ্রহে নামে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষক দীপঙ্কর সন্নিগ্রাহী সহ তার প্রাক্তন ছাত্র ছাত্রীরা। দীপঙ্কর বাবু জানান, কিছু অর্থ জোগাড় করে চিকিৎসার জন্য মুম্বাই টাটা ক্যান্সার হাসপাতালে পাঠানো হয়েছে। আরও টাকা জোগাড়ের চেষ্টা চলছে। তবে পিকুর সাহায্যার্থে সর্বস্তরের মানুষজনকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন দীপঙ্কর ও কৃষ্ণেন্দুবাবুরা।
আরও পড়ুন : পুকুরে নেমে নারকেল কুড়াতে গিয়েই বিপত্তি, পশ্চিম মেদিনীপুরে জলে ডুবে মৃত্যু ব্যক্তির
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Blood Cancer
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore