Midnapore Municipality : নিকাশি নালা সংস্কার নিয়ে প্রশ্ন উঠছে পৌরসভার বিরুদ্ধে। এরপরই ময়দানে নামল মেদিনীপুর পৌরসভা। পৌরসভার চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে কাজের তদারকি করেন। দেখা গিয়েছে শহরের বিভিন্ন দোকানদার নালা বন্ধ করে তার উপর দোকান করেছেন। এবার তাদের বিশেষ হুঁশিয়ারি দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে।
———————————————————–
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অল্প বৃষ্টিতেই মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় নালা উপচে জল ছুটছে রাস্তায়। নিকাশি নালা সংস্কার নিয়ে প্রশ্ন উঠছে পৌরসভার বিরুদ্ধে। এরপরই ময়দানে নামল মেদিনীপুর পৌরসভা। বুধবার শহরের বিভিন্ন এলাকায় নালা সংস্কারের কাজ শুরু হয়।
আরও পড়ুন : বৈদ্যুতিক ফেন্সিংয়ের পর হাতির হানা রুখতে পশ্চিম মেদিনীপুরে কাটা হল পরিখা
পৌরসভার চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে কাজের তদারকি করেন। দেখা গিয়েছে শহরের বিভিন্ন দোকানদার নালা বন্ধ করে তার উপর দোকান করেছেন। এবার তাদের বিশেষ হুঁশিয়ারি দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। জানানো হয়েছে, নালা বন্ধ করে ব্যবসা কোনমতেই চলবে না।
আরও পড়ুন : ৫০০-১০০০ টাকা দিয়ে স্বাস্থ্য সাথী কার্ড বানানোর অভিযোগ পূর্ব মেদিনীপুরে, ধৃত ১
নালা সংস্কারের জন্য প্রয়োজনে ভাঙা হতে পারে। পৌরসভার পক্ষ থেকে ফুটপাতের প্রতিটি দোকানদারকে জানানো হয়েছে নিজেদের দোকানের আশেপাশে নালা পরিষ্কার রাখতে হবে। পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, একটু বৃষ্টিতেই নালার জল উপচে উঠছে রাস্তায়।
আরও পড়ুন : রাস্তা তৈরীর দেখভাল করবেন কারা! পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধে জখম ২
দেখা গিয়েছে, বিভিন্ন দোকানদার নালা বন্ধ করে ব্যবসা চালাচ্ছেন। যে কারণেই নালার জল ছুটছে রাস্তায়। তিনি বলেন, ব্যবসা করুক, কিন্তু নালা বন্ধ করে নয়। নালা সংস্কারের জন্য প্রয়োজনে ভাঙা হতে পারে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Municipality
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore