In Midnapore, a traffic policeman was beaten and a video of the whole incident was captured on mobile phone
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় ট্রাফিকে কর্মরত পুলিশ কর্মীদের ওপর অতর্কিত আক্রমণ এলাকার এক যুবকের। ট্রাফিক নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে তর্ক করে বিনা কারণে মারধর করে ফেরার হয় ওই যুবক। পরে আটক করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য। রবিবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায়।
আরও পড়ুন :- টাকার বিনিময়ে শিক্ষক বদলি! হাইকোর্টের নির্দেশে ঘাটালের হাইস্কুলে CID-র দল
ওই এলাকায় দুই পুলিশকর্মী ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিল সকাল থেকে। হঠাৎ এক যুবক এসে জানায় তাদের ট্রাফিক নিয়ন্ত্রণ ভুল হচ্ছে। যুবকের পরিচয় জানার চেষ্টা করলে যুবক সদুত্তর না দিয়ে নিজেকে বড় কেউ বলে পরিচয় দেয়। এরপর হঠাৎ চড়-থাপ্পড় শুরু করে দেয় কর্তব্যরত পুলিশের ওপরে।
ওই যুবকের গাড়ি আটক করা হলেও কোনভাবে পালায় সে। তবে ততক্ষণে মোবাইল ক্যামেরা তে তার ছবি ধরা পড়ে যায়। আক্রান্ত পুলিশকর্মীরা বিষয়টি পুলিশের সিনিয়র কর্তাদের জানায়। পরে ওই যুবককে আটক করে জেরা শুরু করেছে পুলিশ। ওই যুবক সিআইএসএফ জওয়ান। বাড়ি শহরের উপকন্ঠে গোলাপীচকে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore